ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় গত ১৫ মাস ধরে চলা সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় নিহতের সংখ্যা ৪৬ হাজার ছাড়িয়ে গেছে। ৯ জানুয়ারি, বৃহস্পতিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
১০ জানুয়ারি, শুক্রবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে গাজাজুড়ে সন্ত্রাসী ইসরায়েলি তাণ্ডবে আরও ২২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এ নিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর শুরু হওয়া এই যুদ্ধে গাজায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ৯ হাজার ৩৭৮ জন।
প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসী নেতানিয়াহুর নির্দেশে একের পর এক নিরাপদ চিহ্নিত এলাকায় হামলা চালিয়ে ধ্বংসস্তূপ বানিয়ে ফেলছে দখলদাররা। এরই ধারাবাহিকতায় স্থানীয় সময় বৃহস্পতিবার গাজার নুসেইরাত ও দেইর আল বালাহসহ বেশ কয়েকটি স্থানে হামলা চালিয়েছে নেতানিয়াহুর দখলদার বাহিনী। এ নিয়ে বেশ কয়েকটি হামলায় উপত্যকাটিতে প্রাণ গেছে বহু ফিলিস্তিনির।
উল্লেখ্য, গত ৭ অক্টোবর থেকে দখলদার ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।
এছাড়া ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে।
তথ্যসূত্র:
1. LIVE: Israel kills 22 across Gaza in one day as death toll surpasses 46,000
– https://tinyurl.com/2esujruu
2.Middle East latest: Gaza war deaths pass 46,000 and Lebanon ends presidential deadlock
– https://tinyurl.com/msx2jdd6