শেকৃবিতে ভেঙে ফেলা হচ্ছে নিষিদ্ধ জঙ্গী সংগঠন ছাত্রলীগের কার্যালয়

0
38

নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন ছাত্রলীগের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শাখা কার্যালয় ভেঙে ফেলছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিশ্ববিদ্যালয়ের কবি নজরুল হলের সামনে ছাত্রলীগের দখলকৃত কার্যালয়টি শুক্রবার (১০ জানুয়ারি) ভেঙে ফেলার কার্যক্রম শুরু করা হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক সূত্র গণমাধ্যমকে জানায়, বিগত সময়ে গড়ে ওঠা নিষিদ্ধ জঙ্গী ছাত্রলীগের কার্যালয়টি অবৈধভাবে দখলকৃত। যেটি এক সময় বিশ্ববিদ্যালয়ের খামার বিভাগের অংশ ছিল।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আরফান আলী গণমাধ্যমকে বলেন, ‘শিক্ষার্থীদের দাবি ও কমিটির অনুমোদন সাপেক্ষে অবৈধভাবে গড়ে ওঠা জঙ্গী ছাত্রলীগের এই কার্যালয় ভেঙে ফেলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ ছাড়া কবি কাজী নজরুল হলের সামনে এই ভবন থাকায় পরিবেশ অসুন্দর হওয়ার বিষয়কেও বিবেচনায় নেওয়া হয়েছে।’

তা ছাড়া দেশে রাষ্ট্রীয়ভাবে ছাত্রলীগ নিষিদ্ধ জঙ্গী সংগঠন ঘোষিত হওয়ায় এই ছাত্র সংগঠনের কার্যক্রম এবং তৎপরতা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ। আর অবৈধ কোনো সংগঠনের কোনো কার্যালয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকতে পারে না বলেও অবহিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।


তথ্যসূত্র:
১. শেকৃবিতে ভেঙে ফেলা হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের কার্যালয়
– https://tinyurl.com/4syace9t

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ; আহত ২৫
পরবর্তী নিবন্ধটিটিপির হাতে পাকিস্তানের ১৮ পরমাণু কর্মকর্তা আটক