পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী তেহরিক-ই-তালিবান পাকিস্তান নিশ্চিত করেছে যে, দলটির মুজাহিদিনরা পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের ১৮ সদস্যকে বন্দী করেছেন।
সূত্রমতে, গত ১০ জানুয়ারি শুক্রবার সকালে, বান্নু প্রদেশের লাক্কি মারওয়াত জেলার লাক্কি-মিয়ানওয়ালি এলাকার সড়কে একটি বাসের পথরোধ করেন টিটিপির মুজাহিদিনরা। এসময় বাসটিতে থাকা পাকিস্তান পরমাণু শক্তি কমিশনের ১৮ কর্মচারীকে বন্দী করে নিরাপদ স্থানে সরিয়ে নেন মুজাহিদিনরা।
পরে এবিষয়ে ২টি ভিডিও প্রকাশ করে টিটিপি। এতে দেখা যায় যে, পারমাণবিক শক্তি কমিশনের কর্মীরা তাদের মুক্তির জন্য টিটিপির সাথে আলোচনায় বসার এবং টিটিপির দাবি মেনে নেওয়ার জন্য পাকিস্তান সরকারকে আহ্বান জানাচ্ছে।
অন্যদিকে, তেহরিক-ই-তালিবান পাকিস্তান, উপরোক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের বিষয়ে জারি করা এক বিবৃতিতে আশ্বাস দিয়েছে যে, উপরোক্ত কর্মচারীদের হত্যা করা হবে না। বরং তাদেরকে কয়েকটি শর্তে মুক্তির দেওয়ার কথা জানায়। এসকল শর্তের মধ্যে রয়েছে, টিটিপির পরিবারের সদস্যদের উপর আক্রমণ না করা, তাদের বাড়িঘর ধ্বংস না করা, সম্প্রতি বান্নুতে পাকিস্তান সামরিক বাহিনীর হাতে বন্দী হওয়া মুজাহিদদের মুক্তি দেওয়া এবং ভবিষ্যতে যেকোনো যুদ্ধে শহিদ হওয়া টিটিপির সদস্যদের মৃতদেহ তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া।
টিটিপি সতর্ক করে জানিয়েছে যে, পাকিস্তান সরকার যদি উক্ত কর্মচারীদের মুক্তির জন্য কোনো সামরিক পদক্ষেপ নেয়, তবে কর্মকর্তাদের যেকোনো ক্ষতির জন্য সরকার দায়ী থাকবে।
সর্বশেষ তথ্য অনুযায়ী, বন্দীদের মধ্য থেকে অসুস্থতার কারণে এবং বেসামরিক পদে কাজ করায় ৮ শ্রমীককে টিটিপি মুজাহিদিনরা কোনো শর্ত ছাড়াই মুক্তি দিয়েছেন। আর সামরিক বাহিনীর জন্য কাজ করা অন্য সদস্যরা এখনো টিটিপির হেফাজতে রয়েছে।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/4npswkwe