চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নিয়ে উত্তেজনার মধ্যেই দেশের অভ্যন্তরে সীমান্তের কাছে আম বাগানের পরিচর্যা করতে গিয়ে বিএসএফের গুলিতে দুই যুবক আহত হয়েছে। জেলার শিবগঞ্জ উপজেলার চাকপাড়া সীমান্তের বাগিচা পাড়া এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে আট থেকে নয় রাউন্ড গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধরা হলেন মো. শহীদুল ইসলাম ও মিজানুর রহমান।
শনিবার ( ১১ জানুয়ারি) ভোরে ১৮২ নম্বর মেইন পিলারের কাছে গুলি ছোড়ার ঘটনা ঘটে। গুলির শব্দ শুনেছে বিজিবিসহ সীমান্ত এলাকার গ্রামবাসীরা। বিজিবির পক্ষ থেকে তিন রাউন্ড গুলির শব্দ শোনা গেছে বলে স্বীকার করা হয়।
আহতরা শাহবাজপুর ইউনিয়নের বাগিচাপড়া গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে শহিদুল রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মিজানুর একটি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। শহিদুল পেটে ও মিজানুর হাতে গুলিবিদ্ধ হয়েছে। বিএসএফের শ্মশানি ক্যাম্পের সদস্যরা গুলি ছুড়েছে বলে দাবি করা হচ্ছে।
এর আগে একই উপজেলার বিনোদপুর ইউনিয়নের চৌকা সীমান্তে ‘নো ম্যান্স ল্যান্ডে’ বাংলাদেশকে না জানিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টার অভিযোগ উঠে বিএসএফের বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখনও উত্তেজনা চলছে।
তথ্যসূত্র:
১. সীমান্তের ওপার থেকে গুলি: আহত ২ বাংলাদেশী
– https://tinyurl.com/yusd4syr