কুমিল্লা সীমান্তে বেড়া তুলছে ভারত; সীমান্তের কাছে গেলেই এলাকাবাসীকে গুলি করার হুমকি

0
91

কুমিল্লা আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর সীমান্ত এলাকার পুকুরের পাড়ে তারকাঁটার বেড়া তুলছে বিএসএফ। পুকুরটির ভারত-বাংলাদেশে যৌথ সীমানায় অবস্থিত। উভয় দেশের বাসিন্দারা সেখানে গোসল করে ও প্রয়োজনীয় পানি সংগ্রহ করে।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে সরেজমিনে শাহাপুরের সীমান্ত এলাকায় পরিদর্শন করে গণমাধ্যম কর্মীরা রিপোর্ট করে, ভারতীয়রা সেখানে কাঁটা তারের বেড়া নির্মাণ করছে। তবে, এ নিয়ে সীমান্তের উভয় পাশের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন, সীমান্তের পিলারের কাছে বসবাসরত বাংলাদেশী নাগরিকদের ভয় দেখায় বিএসএফ। জিরো পয়েন্টের দিকে গেলেই অস্ত্র তাক করে সীমান্ত ছাড়ার হুমকি দেয়। ‘আউট,ভাগ যাও, গুলি মার দেয়-গা’ -বলে স্থানীয়দেরকে হুমকি দেয়।

সীমান্ত পিলারের দেড় শ’ গজের ভেতরে কাঁটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়রা অভিযোগ করেন। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দা গণমাধ্যমকে জানান, দেড়শো গজের ভিতরে সীমান্ত বেড়া দেওয়া আইনগত নিয়ম হলেও ভারতীয়রা তা মানছে না।

শাহাপুর এলাকার স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আলী গণমাধ্যমকে বলেন, আমরা আগে শুনতাম দেড়শ গজের ভেতরে কোনো বেড়া দেওয়া যাবে না। কিন্তু ভারতীয়রা এখন মাত্র ২০ গজের মধ্যেই বেড়া দিচ্ছে। আমরা এগুলো নিয়ে বাংলাদেশে দাঁড়িয়ে কিছু বলতে গেলেও বিএসএফ ওই পাশ থেকে বন্দুক তাক করে আমাদেরকে গুলি করার হুমকি দেয়।

কুমিল্লা আদর্শ সদর উপজেলা জগন্নাথপুর ইউনিয়নের শাহাপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে কামাল হোসেন বলেন, আমরা এলাকাবাসীরা অনেক সময় দেখতে যাই যে কোথায় বেড়া দিচ্ছে, তারা (বিএসএফ) আমাদেরকে সেই সুযোগও দিচ্ছে না। গুলি দেখিয়ে আমাদেরকে সরে যেতে বলে। ২০ গজের মধ্যে বেড়া দিলে তো আমরা এলাকাবাসীরা বিপদে পড়বো কারণ এখান দিয়ে তখন হাঁটাচলাও করা যাবে না। আমাদের জমি আছে এগুলো আমরা ব্যবহার করতে পারব না। ভারতীয়রা জোরপূর্বক এই কাজ করছে।

গণমাধ্যমগুলো সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট করেছে, বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে। সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন কড়া পাহারা। ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ।


তথ্যসূত্র:
১. কুমিল্লা সীমান্তে বেড়া তুলছে ভারত, ক্ষুব্ধ এলাকাবাসী
– https://tinyurl.com/vzayn6ws

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধউগান্ডান বাহিনীর সরবরাহ কনভয়ে আশ-শাবাবের সিরিজ হামলা: অন্তত ২৬ সেনা হতাহত
পরবর্তী নিবন্ধসাতক্ষীরা সীমান্তে বিএসএফের ফাঁকা গুলি, আতঙ্কিত স্থানীয়রা