ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনী অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে। দীর্ঘ ১৬ মাস ধরে এই হামলা অব্যাহত এবং দিন দিন ইসরায়েলি বাহিনীর বর্বরতা বেড়েই চলছে। দখলদার বাহিনীর বর্বরতায় গাজা উপত্যকায় গত পাঁচ দিনে প্রায় ৭০ জন শিশু মারা গেছে। ১২ জানুয়ারি, রবিবার ফিলিস্তিনের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।
প্রতিরক্ষা বিভাগ জানিয়েছে, গত পাঁচ দিনে সন্ত্রাসী ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ৭০ শিশু প্রাণ হারিয়েছে। নিহত এই শিশুদের বয়স নিয়ে বিশদ কোনো বিবরণ দেয়নি সিভিল ডিফেন্স।
১৫ মাসের বেশি সময় ধরে চলা দখলদার বাহিনীর ধ্বংসাত্মক হামলায় ফিলিস্তিনি জনপদটির হাজার হাজার শিশুর জীবন তছনছ হয়ে গেছে। বহু শিশু হামলায় মারা গেছে। অনেকে পঙ্গু হয়ে গেছে। হাজারো শিশু পরিবার হারিয়ে এতিম হয়ে পড়েছে।
এদিকে উত্তর গাজার জাবালিয়ায় গতকাল একটি স্কুলে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর বোমাবর্ষণে শিশুসহ কমপক্ষে আটজন প্রাণ হারিয়েছে। স্কুলটিতে বাস্তুচ্যুত বহু মানুষ আশ্রয় নিয়েছিল।
ইউনিসেফের নির্বাহী পরিচালক ক্যাথেরিন রাসেল এক বিবৃতিতে জানান, ‘নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ইসরায়েল আরো বেশি হামলা চালাচ্ছে এবং মৃত্যুর ঘটনা ঘটছে। সেই সঙ্গে মানবিক বিপর্যয়সহ ক্রমবর্ধমান ঠান্ডায় শিশুরা অবর্ণনীয় কষ্টে পড়েছে।
তথ্যসূত্র:
1. At least 70 children killed in five days
– https://tinyurl.com/4sxbnjnx
2. 70 children killed in Israeli attacks in Gaza in last 5 days, civil defense says
– https://tinyurl.com/5f8s8m7j