ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে দমকল বিভাগের কার্যক্রমে বিপুল সাফল্য

0
91

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের নানগারহার প্রদেশের দমকল বিভাগ গত দশ মাসে ৬৪টি বড় এবং ছোট আগুন নেভানোর অভিযান সফলভাবে পরিচালনা করেছে। এসময় তাদের তৎপর প্রতিক্রিয়ার কারণে অসংখ্য আফগানির সম্পদের ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে। দমকল বিভাগের দ্রুত এবং দক্ষ ব্যবস্থা গ্রহণের ফলেই এসব অগ্নিকাণ্ডের ক্ষতি অনেকটা সীমিত করা গেছে।

গত ১৩ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও।

ইসলামি শরিয়াহর মাধ্যমে শাসনের ফলস্বরূপ দমকল বাহিনীর এই সাফল্য এসেছে বলে মনে করা হচ্ছে। কারণ, বিশ্বের বিভিন্ন দেশে আধুনিক যন্ত্রপাতি এবং প্রশিক্ষণ থাকা সত্ত্বেও অনেক সময় দেখা যায় দমকল কর্মীরা কার্যকর পদক্ষেপ নেয় না। কিন্তু দেশটিতে ইসলামি শরিয়াহ অনুযায়ী শাসন ব্যবস্থা কার্যকরভাবে পরিচালিত হওয়ায় দমকল বিভাগের কর্মীরা তাদের দায়িত্ব পালনে অধিক আন্তরিক এবং কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছে।

দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন নেভানোর পূর্বে তারা প্রায় সবসময়ই সাহসিকতা ও নিষ্ঠার সাথে কাজ করেছেন। এইসব প্রচেষ্টার মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা এবং জনবহুল এলাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে দমকল বিভাগ স্থানীয় জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা ও আন্তরিকতার বার্তা দিয়েছে।


তথ্যসূত্র:
1. Nangarhar’s fire department has conducted 64 major and minor firefighting operations over the past ten months
– https://tinyurl.com/mwed6kca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের লোগার প্রদেশে ১৭টি ও পাকতিকা প্রদেশে ২১টি পানি ব্যবস্থাপনা প্রকল্পের বাস্তবায়ন
পরবর্তী নিবন্ধআফগানিস্তানে কারাগারের বন্দীদের প্রদান করা হচ্ছে কম্পিউটার কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ