ভারতের পাঞ্জাবে কাশ্মীরি ব্যবসায়ীকে মারধর ও মালামাল লুটপাট করলো হিন্দুত্ববাদীরা

0
16

ভারতের পাঞ্জাবে এক কাশ্মীরি শাল বিক্রেতা মারধর এবং মালামাল লুটপাটের শিকার হয়েছেন। ভুক্তভোগী ব্যক্তির নাম মুহাম্মদ শাফি খোজা। তিনি কাশ্মীরের কুপওয়ারা জেলার কার্লপোরা এলাকার বাসিন্দা।

গত ১৯ জানুয়ারি এ ঘটনাটি ঘটে। জানা যায়, তিনি পাঞ্জাবে শাল বিক্রি করার সময় হিন্দুত্ববাদীদের দ্বারা মারধরের শিকার হন। এ সময় হিন্দুত্ববাদীরা তার মালামাল লুট করে নিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য যে, ভারতের বিভিন্ন রাজ্যে কাশ্মীর থেকে আগত ব্যবসায়ীরা ব্যবসা করে থাকেন। তবে বর্তমানে ভারতে তারা উগ্র হিন্দুত্ববাদীদের দ্বারা বাঁধা ও আক্রমণ শিকার হচ্ছেন।


তথ্যসূত্র:
1. Kashmiri shawl seller attacked in Punjab, looted; matter taken up with state govt: JKSA
– https://tinyurl.com/59y6up5h

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় বাস্তুহারা ৯০ শতাংশ মানুষ, তীব্র খাদ্য সংকটে ৯১ শতাংশ
পরবর্তী নিবন্ধতালিবান শরণার্থী মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ