আফগানিস্তানে আধুনিক বাণিজ্যিক মার্কেটের কাজ সম্পন্ন

0
58

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে নির্মিত হয়েছে একটি আধুনিক ও বিশাল ইলেকট্রনিক পণ্যের বাণিজ্যিক মার্কেট। কাবুল পৌরসভা কর্তৃক নির্মিত এই ভবনটি আন্তর্জাতিক মান অনুসরণ ও আধুনিক ডিজাইন অনুযায়ী নির্মাণ করা হয়েছে। বেসরকারি খাতকে সমর্থন দেওয়া এবং শহরের অর্থনৈতিক প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য এমন ধরনের মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

গত ১৯ জানুয়ারি কাবুল পৌরসভা এক বিবৃতিতে জানিয়েছে যে, ৯ তলা বিশিষ্ট এই বিশাল বাণিজ্যিক মার্কেটটির মোট আয়তন ৯,৬০০ বর্গ মিটার এবং এতে দুটি বেসমেন্ট স্তর রয়েছে। শীঘ্রই এটি ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে।

মার্কেটটিতে থাকবে ১,৩৬০টি দোকান, একটি মসজিদ, ১,৩০০টি গাড়ি পার্কিং ব্যবস্থা, ১৭০টি শৌচাগার, লিফট, চলন্ত সিঁড়ি (এস্কেলেটর), সৌরশক্তি ও পৌরসভার বিদ্যুৎ, আগুন নিরাপত্তা ব্যবস্থা এবং সুরক্ষিত প্রবেশ ও বাহির হওয়ার পথ।

এছাড়াও শহরের উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিভিন্ন স্থানে আরও বাণিজ্যিক মার্কেট নির্মাণের কাজ চলছে। এই প্রকল্পগুলোও খুব শীঘ্রই সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Construction of Khair Khwa commercial market completed
– https://tinyurl.com/4sa3v2d5

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালিবান শরণার্থী মন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন মৌলভী আব্দুল কবির হাফিযাহুল্লাহ
পরবর্তী নিবন্ধঅশ্রুসিক্ত আলিঙ্গনে বরণ করে নেওয়া হলো ইসরায়েলি কারাগার থেকে মুক্ত ৯০ ফিলিস্তিনি নারী ও শিশু বন্দিকে