ভারতে পুলিশি হেফাজতে অতিরিক্ত নির্যাতনের ফলে মুসলিম যুবকের মৃত্যু

0
30

ভারতে পুলিশি হেফাজতে অতিরিক্ত নির্যাতনের ফলে মৃত্যুবরণ করেছে ৩৫ বছর বয়সী এক মুসলিম যুবক। উত্তর প্রদেশের সম্ভালে সোমবার (২০ জানুয়ারি) এই ঘটনা ঘটেছে।

নিহত ওই মুসলিম যুবকের নাম ইরফান। উত্তর প্রদেশের নাকাশা পুলিশ স্টেশনের একটি পুলিশ-ফাঁড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এই ঘটনায় নিহতের পরিবার ও স্থানীয়রা তীব্র ক্ষোভ প্রকাশ করে রাস্তায় বিক্ষোভ করেছে। অতিরিক্ত পুলিশি নির্যাতনের ইরফানের মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে তারা।

মর্মান্তিক মৃত্যুর সংবাদ শোনার পর শোকে আচ্ছন্ন হয়ে পড়েছে ইরফানের পরিবার। নিহত ইরফানের লাশ দেখার পর তার পরিবারের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নিহত ইরফানের স্ত্রী স্থানীয় গণমাধ্যমকে জানিয়েছে, পুলিশ আমার স্বামীকে জোর করে ধরে নিয়ে যায়, সেখানে নির্দয়ভাবে মারধর করে তাকে হত্যা করে।
তিনি আরও বলেন, নিহত ইরফান অসুস্থ ছিলেন। আমরা ঔষধ নেওয়ার জন্য পুলিশের কাছে অনুরোধ করি কিন্তু পুলিশ ঔষধ সাথে নেওয়ার অনুমতিও দেয়নি।

নিহতের পরিবার গণমাধ্যমকে জানিয়েছে, পুলিশ গ্রেফতার করার একদিন আগেই তার সার্জারি করানো হয়েছিল। পুলিশ যখন তাকে তুলে নিয়ে যাচ্ছিল তখন তাকে ঔষধ নেওয়ারও সময় দেয়নি। চারজন পুলিশ তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
নিহতের স্ত্রী রেশমা গণমাধ্যমকে বলেন, “আমদের বিবাহিত জীবন ২২ বছরের। আমাদের ঘরে পাঁচ সন্তান রয়েছে তারা সকলেই এতিম হয়ে গেল।”


তথ্যসূত্র:
1. 35- Year Old Muslim Man Dies In Police Custody, Family Allege “Foul Play And Torture”
-https://tinyurl.com/h3whvv4r

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানের লাঘমান প্রদেশে পুরোদমে বাস্তবায়নাধীন রয়েছে খাল, সেতু ও পানি সংরক্ষণ প্রকল্প
পরবর্তী নিবন্ধঔপনিবেশিক আমলের মতো আজও শোষণ করে সম্পদের পাহাড় গড়ছেন পশ্চিমের ধনীরা