দীর্ঘ ১৫ মাস পর চলতি সপ্তাহে গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের গণহত্যা থেমেছে। যুদ্ধবিরতির মাধ্যমে সেখানে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর মুহুর্মুহু বিমান হামলার শেষ হয়েছে। তবে ইসরায়েলের হত্যাযজ্ঞ থেকে গাজাবাসী কিছুটা স্বস্তি পেলেও এবার তাদের রক্তচক্ষু পড়েছে অধিকৃত পশ্চিম তীরে। গাজায় ব্যবহৃত সেই একই নৃশংস কৌশল সেখানেও ব্যবহার করছে সন্ত্রাসী নেতানিয়াহুর বাহিনী।
২১ জানুয়ারি, মঙ্গলবার অধিকৃত পশ্চিম তীরে ‘আয়রন ওয়াল’ নামে একটি সামরিক আগ্রাসন শুরু করে দখলদার ইসরায়েল। বুরকিন এলাকায় ইসরায়েলি হামলায় ২৩ জানুয়ারি, বৃহস্পতিবার রাতে দুই ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে জেনিনে তিন দিনের অভিযানে মৃতের সংখ্যা দাঁড়াল ১২-তে। আহত হয়েছেন আরও অনেকে। এ ছাড়া সেখানকার শরণার্থী শিবিরের বাসিন্দাদের এলাকা ছেড়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। গত দুই বছরের মধ্যে জেনিনে ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীর তৃতীয় বড় ধরনের অভিযান এটি।
বুধবার জেনিন শরণার্থী শিবিরের বাসিন্দারা অব্যাহত গুলির শব্দ ও বিস্ফোরণের কথা জানিয়েছেন। ফিলিস্তিনি স্বাস্থ্য বিভাগ অন্তত চারজন আহত হওয়ার কথা জানিয়েছে।
জেনিনের গভর্নর কামাল আবু আল-রুব বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, পরিস্থিতি অত্যন্ত কঠিন। কারণ ইসরায়েলি সামরিক বুলডোজার জেনিন শরণার্থী শিবির এবং জেনিনের সরকারি হাসপাতালের সব রাস্তাঘাট ধ্বংস করে দিয়েছে। মঙ্গলবার অভিযান শুরুর পর থেকে ইসরায়েলি বাহিনী জেনিনের আশপাশের গ্রাম থেকে প্রায় ২০ জনকে আটক করেছে।
পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থার পরিচালক রোলান্ড ফ্রিডরিখ জানান, জেনিনে ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযান গাজায় সদ্য হওয়া নাজুক যুদ্ধবিরতি বিপন্ন করতে পারে।
জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থীদের সংস্থা বলেছে, ইসরায়েলি বাহিনী জেনিন শরণার্থী শিবিরে উন্নত অস্ত্র ও যুদ্ধ কৌশল ব্যবহার করছে যার মধ্যে বিমান হামলাও রয়েছে। শিবিরটি বর্তমানে প্রায় বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে এবং গত ডিসেম্বর থেকে আনুমানিক ২ হাজার পরিবার এলাকা ছেড়ে চলে গেছে।
তথ্যসূত্র:
1. Minister says Israel applying ‘lessons’ from Gaza in West Bank operation
– https://tinyurl.com/2sbkeu28
2.West Bank mayor warns of ‘man-made disaster,’ as Israel says it took ‘lessons’ from Gaza war
– https://tinyurl.com/2b4wnu9e