গাজায় সন্ত্রাসী ইসরায়েলকে গণহত্যায় সহায়তা করেছে গুগল ও মাইক্রোসফট

0
88

মার্কিন মদদে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালিয়ে যাচ্ছে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরায়েল। গাজায় ইসরায়েলি বাহিনীর হামলার শুরু থেকে সাহায্য করে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলিদের রক্ষার নাম করে অস্ত্র-অর্থ—সবই দিয়েছে মার্কিন প্রশাসন। এবার যুক্তরাষ্ট্রের দুই টেক জায়ান্টের নাম এল। এই গণহত্যায় ইসরায়েলকে সাহায্য করেছে মাইক্রোসফট ও গুগল।

মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়েছে, গুগল সরাসরি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়কে সহায়তা করেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু হওয়ার প্রথম কয়েক সপ্তাহ থেকেই গুগলের কর্মীরা ইসরায়েলি সন্ত্রাসী বাহিনীকে তাঁদের সর্বাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সুবিধা দিতে শুরু করে। উল্লেখযোগ্য বিষয় হলো, গুগল এমন একসময়ে এই কাজটি করেছে, যখন গুগল নিজেকে ইসরায়েলের সামরিক ও নিরাপত্তা সংস্থাগুলো থেকে দূরে রাখার চেষ্টা করছিল। এর আগে, ইসরায়েল সরকারের সঙ্গে ক্লাউড কম্পিউটিং চুক্তি নিয়ে নিজ কর্মীদের প্রতিবাদের মুখোমুখি হয়েছিল গুগল।

ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, ২০২৪ সালে গুগল ৫০ জন কর্মীকে চাকরি থেকে বরখাস্ত করে। এই কর্মীদের দাবি ছিল, নিমবাস চুক্তির মাধ্যমে সরবরাহ করা প্রযুক্তি ফিলিস্তিনিদের ক্ষতি করার জন্য ইসরায়েলি সামরিক বাহিনী ব্যবহার করবে। এর আগে ২০২১ সালে, গুগল ও আমাজনের কর্মীরা ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানে প্রকাশিত এক খোলা চিঠিতে নিমবাস প্রকল্প চুক্তির নিন্দা জানান।

এদিকে গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ফাঁস হওয়া নথি থেকে জানা যাচ্ছে, গাজায় যখন হামলার মাত্রা বাড়ানো হয়, তখন মাইক্রোসফটের ক্লাউড ও এআই প্রযুক্তির ওপর নির্ভর করেছিল দখলদার ইসরায়েলি বাহিনী।

খবরে বলা হয়, ২০২৩ সালের ৭ অক্টোবর দখলদার বাহিনী যখন গাজায় হামলা শুরু করে তখন থেকে তারা মাইক্রোসফটের সঙ্গে সম্পর্ক আরও গভীর করে। এই হামলায় কারিগরি সুবিধা দেওয়ার জন্য মাইক্রোসফটের সঙ্গে ১ কোটি ডলার চুক্তিও করেছিল তারা।

গত ৭ অক্টোবর হামলা শুরুর পরপরই আইডিএফের কারিগরি সংকট দেখা দেয়। বাহিনীর একাধিক সূত্র জানিয়েছে, তাদের কাছে যে পরিমাণ তথ্য ছিল, সেই সব তথ্য সংরক্ষণ এবং বিশ্লেষণের জন্য মাইক্রোসফট, গুগল ও আরেক টেক জায়ান্ট আমাজনের ওপর নির্ভরশীলতা বাড়ে। আইডিএফের প্রশাসনিক কাজে সহযোগিতা ছাড়া সম্মুখ সমর ও গোয়েন্দা তৎপরতায় সাহায্য করেছে মাইক্রোসফট।


তথ্যসূত্র:
1. Google rushed to sell AI tools to Israel’s military after Hamas attack
– https://tinyurl.com/5n6dxhp6
2.Google provided AI technology to IDF during Israel-Gaza war
– https://tinyurl.com/2vz9kzrt

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাশ্মীরে এক ভারতীয় সৈন্যের মৃত্যু
পরবর্তী নিবন্ধবাংলাদেশ সীমান্তে ‘অপস আ্যলার্ট’ জারি করলো বিএসএফ