১৫ হাজারের বেশি স্কুলগামী ফিলিস্তিনি শিশু শহীদ-নিখোঁজ

0
67

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যায় ১৫ হাজারের বেশি স্কুলগামী শিশু শহীদ অথবা নিখোঁজ হয়েছে। গাজার শিক্ষা মন্ত্রণালয় নতুন এক রিপোর্টে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলের ১৫ মাসের বর্বর আগ্রাসন ফিলিস্তিনি শিক্ষার্থীদের ওপর অত্যন্ত ধ্বংসাত্মক প্রভাব ফেলেছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়।

গাজার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গাজার শতকরা ৯৫ ভাগ স্কুল এবং শিক্ষাপ্রতিষ্ঠান দখলদার বাহিনীর সরাসরি বোমা হামলার শিকার হয়েছে। এর মধ্যে শতকরা ৮৫ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণভাবে কিংবা মারাত্মকভাবে ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে।

গাজার শিক্ষা মন্ত্রণালয়ের এই রিপোর্ট অনুসারে, শিক্ষা বিভাগের অন্তত ৮০০ কর্মকর্তা-কর্মচারী শহীদ অথবা নিখোঁজ হয়েছেন। এছাড়া, ৫০ হাজারের মতো শিক্ষার্থী আহত হয়েছে।

গাজার শিক্ষা মন্ত্রণালয় বলছে, ইসরায়েলের বর্বর আগ্রাসনে উপত্যকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা ঠিক করতে অন্তত ৩০০ কোটি ডলার প্রয়োজন হবে।

এদিকে, গতকাল গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক রিপোর্টে জানিয়েছে, ইসরায়েলের আগ্রাসনের ৩৮ হাজার শিশু এতিম হয়েছে। এরমধ্যে ৩২ হাজার ১৫১টি শিশু তাদের বাবা হারিয়েছে এবং ৪ হাজার ৪১৭টি শিশু তাদের মা হারিয়েছে। এছাড়া ১ হাজার ৯১৮টি শিশু মা-বাবা দু’জনকে হারিয়েছে। এই যুদ্ধে ১৩ হাজার ৯০১ জন ফিলিস্তিনি নারী বিধবা হয়েছেন।


তথ্যসূত্র:
1. Gaza’s education system in ruins, 15,000 children killed or missing
– https://tinyurl.com/y3pjhhus
2.Ministry of Education in the Gaza Strip: 15,000 school-age children killed or missing
– https://tinyurl.com/4svvt8nd

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতে অস্ত্র কারখানায় বিস্ফোরণ, নিহত ০৮, আহত ০৭
পরবর্তী নিবন্ধসোমালিয়ায় দখলদার শক্তির বিরুদ্ধে আশ-শাবাবের হামলা অব্যাহত: হতাহত ১০ এরও বেশি ক্রুসেডার