কাবুল থেকে খোস্ত প্রদেশে সরাসরি বিমান ফ্লাইট চালু করল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন

0
69

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান প্রশাসন কাবুল থেকে খোস্ত প্রদেশের আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি ফ্লাইট চালু করেছে। ৩০ জানুয়ারি প্রথমবারের মতো একটি বিমান কাবুল থেকে খোস্ত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে, যা দুই শহরের মধ্যে যাতায়াতকে আরও সহজ ও সুবিধাজনক করেছে।

গত ৩১ জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম বখতার নিউজ এজেন্সি। প্রতিবেদনে বলা হয়েছে, বিমান সংস্থা কাম এয়ার এয়ারলাইন্স জানিয়েছে যে, তারা এই রুটে সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালনা করবে। যাত্রীরা প্রতি বৃহস্পতিবার কাবুল থেকে খোস্ত এবং প্রতি শুক্রবার খোস্ত থেকে কাবুলের মধ্যে সরাসরি ফ্লাইটে ভ্রমণ করতে পারবেন।

এছাড়াও, প্রতি রবিবার কাবুল থেকে খোস্ত এবং প্রতি সোমবার খোস্ত থেকে কাবুলের ফ্লাইট চালু করা হবে। নতুন এই সেবা যাত্রীদের জন্য একটি সুবিধাজনক এবং সাশ্রয়ী ভ্রমণ বিকল্প হিসেবে প্রমাণিত হবে।

ফ্লাইটের টিকিট মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ৫০ ডলার, যা বিশেষভাবে খোস্তে ব্যবসা বা ভ্রমণের জন্য আগ্রহী যাত্রীদের জন্য সহজলভ্য। এই পদক্ষেপটি উভয় শহরের মধ্যে বাণিজ্যিক ও পর্যটন কার্যক্রমে নতুন সুযোগ সৃষ্টি করবে এবং কাবুল-খোস্ত রুটে যাতায়াত আরও সহজতর করবে।


তথ্যসূত্র:
1. Kam Air Airlines Launches Direct Flights from Kabul to Khost
– https://tinyurl.com/3xsffkdx

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজায় ধ্বংসস্তূপ থেকে আরও ৪২ ফিলিস্তিনির লাশ উদ্ধার
পরবর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের প্রতিরক্ষা বাহিনীর দুর্দান্ত গ্র্যাজুয়েশন অনুষ্ঠান