পাবনার সুজানগরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে পুলিশের ওপর হামলা করে আওয়ামী লীগ নেতা আব্দুল ওহাবকে ছিনিয়ে নিয়েছে নেতাকর্মীরা। সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় হওয়া দুটি মামলার আসামি। এ ঘটনায় আট পুলিশ সদস্য আহত হয়েছে।
রোববার (২ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে উপজেলার ভায়না ইউনিয়নের মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
আব্দুল ওহাব মথুরাপুর এলাকার মৃত জাহেদ আলী শেখের ছেলে। সে সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক পৌর মেয়র ও সদ্য বিলুপ্ত হওয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিল।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, রবিবার বিকেলে আব্দুল ওহাবের বাড়ি-সংলগ্ন মথুরাপুর স্কুলের মসজিদে আছরের নামাজ শেষে বের হলে সুজানগর থানার পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে গাড়িতে ওঠায়। এ সময় পুলিশের গাড়িটি ঘিরে ধরে বেশ কয়েকজন লোক। তারা আব্দুল ওহাবকে ছেড়ে দিতে বলে, কিন্তু তাতে পুলিশ রাজি না হলে কয়েকশ লোক জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে হামলা ও ভাঙচুর করে তাকে গাড়ি থেকে জোর করে ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে টিমে অংশ নেওয়া আটজন পুলিশ সদস্য আহত হয়।
তথ্যসূত্র:
১.পুলিশের ওপর হামলা করে আ. লীগ নেতাকে ছিনিয়ে নিলেন নেতাকর্মীরা
-https://tinyurl.com/595vrhap