ডলারের বিপরীতে শক্তিশালী হচ্ছে আফগানি মুদ্রা

0
74

আফগানিস্তানের বাজারের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, ডলারের বিপরীতে আফগানির মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। গত মাসের মাঝামাঝি আফগান বাজারে ডলারের বিনিময় হার ছিল ৮১.৫০ আফগানি, যা গত সপ্তাহে কমে নেমে ৭৩.২৯ আফগানিতে পৌঁছেছে।

গত ২ ফেব্রুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে আফগান গণমাধ্যম হুররিয়াত রেডিও। প্রতিবেদনে উল্লেখ্য করা হয়েছে, ইমারতে ইসলামিয়া আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে ডলারের মূল্য ৮১.৫০ থেকে কমে ৭৩.২৯ আফগানিতে পৌঁছেছে বলে উল্লেখ করা হয়েছে।

ধারণা করা হচ্ছে, ইমারতে ইসলামিয়া সরকারের কার্যকর বাজার পর্যবেক্ষণ এবং উপযুক্ত মুদ্রানীতি বাস্তবায়নের ফলে আফগানির মান বৃদ্ধি পেয়েছে। এই উন্নয়ন আন্তর্জাতিক মুদ্রার তুলনায় আফগানির প্রতিযোগিতামূলক অবস্থানকে আরও সুদৃঢ় করছে।


তথ্যসূত্র:
1. Afghani currency is strengthening against dollar
– https://tinyurl.com/2scwet97

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন দেশের পাল্টা ব্যবস্থা
পরবর্তী নিবন্ধভিডিও || ভারতের মহারাষ্ট্রে বৃদ্ধ মুসলিমকে মারধর করেছে হিন্দুত্ববাদীরা