আফগান রেলপথে বিগত এক মাসে ৪০৮,০০০ মেট্রিক টনের অধিক বাণিজ্যিক পণ্য পরিবহন

0
81

বিগত জানুয়ারি মাসে আফগান রেলপথে ৪ লক্ষ ৮ হাজার মেট্রিক টনের বেশি বাণিজ্যিক পণ্য পরিবহন করা হয়েছে। এর মধ্যে অধিকাংশ পণ্য হাইরাতান রেলপথে পরিবহন হয়েছে, যার পরিমাণ ৩ লক্ষ ২ হাজার ৩২৭ টন। এছাড়া আকিনা রেলপথে ২৭ হাজার ৪৫ টন, তুরগন্দি রেলপথে ৭০ হাজার ৫৬৪ টন ও খাফ-হেরাত রেলপথে ৮ হাজার ৯৪০ টন পণ্য পরিবহন করা হয়েছে।

ইমারতে ইসলামিয়া সরকারের গণপূর্ত মন্ত্রণালয় তথ্যগুলো জানিয়েছে। এর মধ্যে আমদানিকৃত পণ্যের পরিমাণ ছিল ৪ লাখ ৭ হাজার ১৭৮ টন। আমদানিকৃত পণ্যের মধ্যে পেট্রোলিয়াম ও অন্যান্য সামগ্রী অন্তর্ভুক্ত ছিল। এছাড়া রপ্তানি করা হয়েছে ১ হাজার ৬৯৮ টন পণ্য। এর মধ্যে শুকনো ফল, ক্যানোলা, চাল ও আনার জুসের মতো মূল্যবান পণ্য অন্তর্ভুক্ত ছিল। এর বিপরীতে তুলনা করা হলে বিগত ডিসেম্বর, ২০২৪-এ আফগান রেলপথে রপ্তানির পরিমাণ ছিল ৭৭৭ টন, যা দেশটির ক্রমবর্ধমান রপ্তানির চিত্র প্রকাশ করছে।

উল্লেখ্য যে, চলতি হিজরি সৌরসালের প্রথম নয় মাসে দেশের রেলপথে প্রায় ৩২ লাখ মেট্রিক টন পণ্য পরিবহন হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।


তথ্যসূত্র:
1. More than 400,000 metric tons of goods transported via railways last month
– https://tinyurl.com/527mhw4b
2. Afghanistan’s Railway Network Transports Over 408,000 Metric Tons of Goods in January
– https://tinyurl.com/4f8sjsz9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ভারতের মহারাষ্ট্রে বৃদ্ধ মুসলিমকে মারধর করেছে হিন্দুত্ববাদীরা
পরবর্তী নিবন্ধপশ্চিম তীরে ২৩টি বাড়ি গুঁড়িয়ে দিল দখলদার ইসরায়েল, বাস্তুচ্যুত অনেকে