ট্রাক আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগ নেতার

0
8

নবীগঞ্জে মহাসড়ক উন্নয়ন প্রকল্পের বালুর ট্রাক আটকে চাঁদা দাবির অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন  ছাত্রলীগের স্থানীয় এক নেতা ও তার অনুসারীদের বিরুদ্ধে।

রবিবার (০২ ফেব্রুয়ারি) ওই ঘটনায় প্রকল্পের দায়িত্বে থাকা ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে নবীগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ অংশে ছয় লেনে উন্নীতকরণের কাজ করছে মা এন্টারপ্রাইজ নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। এ কাজের জন্য বরাদ্দকৃত বালু আনা হয় জগন্নাথপুরের রানীগঞ্জ থেকে। ঘটনার দিন এ কাজের জন্য কুশিয়ারা নদী থেকে উত্তোলন করা সাত ট্রাক বালু আসছিল নবীগঞ্জে। ঘটনার দিন সকালে সুনামগঞ্জ-জগন্নাথপুর-আউশকান্দি বাইপাস মহাসড়ক পার হয়ে কামারগাঁওয়ের মুচিবাড়ি এলাকায় পৌঁছলে ট্রাকগুলো আটক করে উপজেলার ৪ নম্বর দীঘলবাক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হক ও তার লোকজন।

এ সময় তারা ঠিকাদারি প্রতিষ্ঠানটির সংশ্লিষ্টদের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করে বলে অভিযোগ করা হয়েছে। পরে নবীগঞ্জ থানা পুলিশের সহায়তায় সেগুলো উদ্ধার করা হয়।


তথ্যসূত্র:
১.ট্রাক আটকে ১০ লাখ টাকা চাঁদা দাবি ছাত্রলীগ নেতার
-https://tinyurl.com/yw5fw4bp

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকুয়েটে শিক্ষার্থী নির্যাতনের ঘটনায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ছাত্রলীগের ১০ নেতাকর্মী আজীবন বহিষ্কার
পরবর্তী নিবন্ধআধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির দুই গ্ৰুপের সংঘর্ষ; আহত ০৮