৮ টি অকেজো কামান মেরামত করলো ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
40

ইমারতে ইসলামিয়া আফগানিস্তান ৮টি অকেজো কামান (হাউইটজার) মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করেছে। এই কামানগুলো পূর্ববর্তী আফগান সরকার আমলে অকেজো হয়ে গিয়েছিল।

গত ৫ ফেব্রুয়ারি ইমারতে ইসলামিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইমারতে ইসলামিয়ার ২০৫ আল-বদর আর্মি কর্পসের পেশাদার প্রকৌশলীরা এই ধ্বংসপ্রাপ্ত ভারী অস্ত্রগুলো মেরামত করেছেন। এখন এসব কামান দেশটির সামরিক শক্তি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

এর আগে, ২০৫ আল-বদর আর্মি কর্পস দেহশকে, জিকোইক এবং ডিসি টোপসহ বেশ কিছু ভারী অস্ত্র মেরামত করে পুনরায় ব্যবহার উপযোগী করেছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করতে অস্ত্র মেরামতের এই প্রক্রিয়া অব্যাহত থাকবে।


তথ্যসূত্র:
1. په ۲۰۵ البدر قول اردو کې ٨ ضربه اوبوس توپونه ترمیم شول
– https://tinyurl.com/msttd6ca

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধতালিবান শাসনামলে কাবুল বিশ্ববিদ্যালয়ে ৭টি ডক্টরাল ও ১১টি মাস্টার্স ডিগ্রি প্রোগ্রাম চালু
পরবর্তী নিবন্ধফিলিস্তিনিদের স্থানান্তর নিয়ে ট্রাম্পের মন্তব্যে নিন্দা জানাল ইমারতে ইসলামিয়া আফগানিস্তান