আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আইএস খারেজি নির্মূলে তালিবান বিশেষ বাহিনীর সফল অভিযান

0
48

নিরাপত্তা সূত্রের বরাতে আল-মিরসাদ মিডিয়া জানিয়েছে, আফগানিস্তানের উত্তর-পূর্বাঞ্চলে আইএস খারেজিদের নেটওয়ার্ক সফলভাবে নির্মূল করেছে তালিবান বিশেষ বাহিনী। এই খারেজি গোষ্ঠী পাকিস্তানের মদদপুষ্ট। বেলুচিস্তানে অবস্থিত আইএস খোরাসান শাখা হতে তারা সরাসরি নির্দেশনা পেত।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩ দিন যাবত আফগানিস্তানের তাখার, কুন্দুজ, বাঘলান ও সামানগান প্রদেশে টার্গেট অভিযান পরিচালনা করেছে তালিবান বিশেষ বাহিনী। অভিযানে সন্ত্রাসী নেটওয়ার্কটির সকল সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এতে অস্ত্র, গোলাবারুদ, গ্রেনেড ও বিস্ফোরক জব্দ করা হয়েছে।

সূত্রে আরও জানানো হয়, সম্প্রতি তাখার প্রদেশের দাশত-ই-কালা জেলায় এক চীনা নাগরিক হত্যাসহ বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার জন্য দায়ী এই নেটওয়ার্ক। সন্ত্রাসী গোষ্ঠীটি ইতোপূর্বে বাঘলান প্রদেশের নাহরিন জেলার একটি মসজিদে হামলা চালিয়েছিল। এতে ১০ জনেরও অধিক লোক হতাহত হয়েছিল।

এছাড়া টার্গেট হামলার মাধ্যমে বাঘলান প্রদেশের অন্যান্য অঞ্চলে আলেম ও বিশিষ্ট ব্যক্তিদের শহীদ করা হয়েছিল। উক্ত সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্যগণ এই সকল অপরাধে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে বলে জানা গেছে।

আইএস খারেজীদের মদদ দেয়ায় পাকিস্তানের বিরুদ্ধে বারবার অভিযোগ করে আসছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান। এই গোষ্ঠীকে প্রশিক্ষণ ও সমর্থন যোগানো বন্ধ করতে পাকিস্তানকে সতর্ক করেছে ইমারতে ইসলামিয়া। পাকিস্তান যে আগুনের ইন্ধন দিচ্ছে, তাতে নিজেরাই ভস্মীভূত হওয়ার আশংকা রয়েছে বলে তালিবানের পক্ষ থেকে সাবধান করা হয়েছে।


তথ্যসূত্র:
1. پاکستان له ملاتړه برخمنه د داعش شبکه د افغانستان شمال کې له منځه وړل شوې
– https://tinyurl.com/4wp2rza4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধচবিতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কটূক্তি করলো শিক্ষার্থী; প্রতিবাদের মুখে বললো ‘ আই ডোন্ট কেয়ার’
পরবর্তী নিবন্ধ‘আওয়ামী লীগের জন্মস্থান’ খ্যাত শামীম ওসমানের ‘বায়তুল আমান’ ভবন গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা