!['আওয়ামী লীগের জন্মস্থান' খ্যাত শামীম ওসমানের ‘বায়তুল আমান’ ভবন গুঁড়িয়ে দিল ছাত্র-জনতা](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/আওয়ামী-লীগের-জন্মস্থান-খ্যাত-শামীম-ওসমানের-‘বায়তুল-আমান-ভবন-গুঁড়িয়ে-দিল-ছাত্র-জনতা-696x365.jpg)
নারায়নগঞ্জের ত্রাস আওয়ামী সন্ত্রাসী শামীম ওসমানের দাদার বাড়ি ও আওয়ামীলীগের জন্মস্থান হিসেবে পরিচিত ‘বায়তুল আমান ভবন’ ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়েছে। ভাঙচুরের আগে ভবনটিতে অগ্নিসংযোগ করা হয়।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) রাতে শহরের চাষাঢ়া মোড়ে এই ভবনটি ভেকু দিয়ে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতা নানান স্লোগান দেয়। স্লোগানে স্লোগানে বলে, শামীম ওসমানের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও।
বিক্ষুব্ধ ছাত্র-জনতা গণমাধ্যমকে বলেন, আমাদের এ শহরে স্বৈরাচার আওয়ামী লীগের দোসর ও সন্ত্রাসী শামীম ওসমানের চিহ্ন থাকবে না। তাদের সব চিহ্ন ভেঙে গুড়িয়ে দেওয়া হবে। যাতে করে এই বাংলায় আর কোন স্বৈরাচারের উত্থান না হয়।
বিক্ষুব্ধ ছাত্রদের মধ্যে আবির হোসেন নামে এক ছাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, আওয়ামী লীগ যখনই মাথাচারা দিয়ে উঠার চেষ্টা করবে আমরা তাদের প্রতিহত করবো। ৫ ফেব্রুয়ারি স্বৈরাচার শেখ হাসিনার অনলাইনে বক্তব্যের জবাবে আমরা ছাত্র-জনতা মিলে দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের স্বৈরাচারদের স্থাপনা ভেঙে গুড়িয়ে দিয়েছি। শামীম ওসমানের পৈত্রিক বাড়ি আমান ভবনও গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
তথসূত্র:
১. বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো শামীম ওসমানের বাড়ি
– https://tinyurl.com/ysy3mxsj