দক্ষিণ সোমালিয়ায় দখলদার উগান্ডান সেনাবাহিনীর একটি সরবরাহ কনভয়ে অতর্কিত আক্রমণ চালিয়েছেন হারাকাতুশ শাবাব আল-মুজাহিদিন। এতে ১ সেনা নিহত এবং ৫ সেনা আহত হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আশ-শাবাব প্রশাসনের সাথে যুক্ত সামরিক বাহিনী সোমালিয়ার শাবেলি রাজ্যে গত ৫ ফেব্রুয়ারি বুধবার, একটি অতর্কিত আক্রমণ চালিয়েছেন। আক্রমণটি দখলদার উগান্ডান সেনাবাহিনীর একটি সরবরাহ কনভয় লক্ষ্য করে পরপর ৪টি বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে চালানো হয়েছিল। মুজাহিদদের হামলার শিকার সরবরাহ কনভয়টি শাবেলি রাজ্যের N.60 এলাকা ছেড়ে বুফো এলাকায় অবস্থিত উগান্ডান বাহিনীর একটি ঘাঁটির দিকে যাচ্ছিল।
সূত্রমতে, বোমা বিস্ফোরণে দখলদার বাহিনীর একটি সামরিক ট্রাক ধ্বংস ও অন্য একটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেই সাথে বিস্ফোরণে উগান্ডান বাহিনীর অন্তত ১ সেনা নিহত এবং আরও ৫ এরও বেশি সেনা আহত হয়েছে। পরবর্তীতে একটি হেলিকপ্টার বিস্ফোরণস্থলে অবতরণ করে এবং মৃত ও আহত উগান্ডার সৈন্যদের নিয়ে যায়।
তথ্যসূত্র:
– https://tinyurl.com/39pzzahc