তৃতীয় দিনেও ভাঙচুর কাজ চলমান ধানমন্ডি-৩২; মাটির নিচে ০৫ তলা ভবনের সন্ধান ‘আয়নাঘর’ দাবী ছাত্র জনতার

0
175

০৫ ফেব্রুয়ারি পলাতক খুনি হাসিনার ভাষণের প্রতিক্রিয়ায় আওয়ামী ‘ফ্যাসিবাদের কেল্লা’ ধানমন্ডির- ৩২ নাম্বার বাড়িতে বুলডোজার দিয়ে গুড়িয়ে ভেঙে ফেলার ঘোষণা দেয় ছাত্র জনতা। সেদিন ফ্যাসিবাদের কেল্লা ভেঙে জাতিকে কলঙ্কমুক্ত করতে যোগ দেয় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। গণমাধ্যমের বরাতে শেষ খবর পাওয়া পর্যন্ত ০৮ ফেব্রুয়ারিও (শনিবার) কাজ অব্যহত রেখেছে ছাত্র-জনতা।

ভাঙচুর কালে ধানমন্ডি ৩২ নাম্বারে শেখ মুজিবের বাড়ির নিচে বহুতলের সন্ধান পাওয়ার দাবি করেছেন ছাত্র-জনতা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, মাটির নিচে একাধিক তলা রহস্যজনকভাবে পানিতে পরিপূর্ণ!

৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়ির আন্ডারগ্রাউন্ডে ‘আয়নাঘর’ রয়েছে— এমন চাঞ্চল্যকর খবর শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, সেখানে মানুষের মাথার চুলও পাওয়া গেছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে। অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে মতামত দিচ্ছেন, কেউ কেউ বিষয়টির সত্যতা যাচাই করে আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত তদন্তের আহ্বান জানাচ্ছেন।

ধানমন্ডি ৩২ নাম্বারের শেখ মুজিবুর রহমানের বাড়ির পাশে একটি নির্মাণাধীন ভবনে দুইতলা পর্যন্ত কনস্ট্রাকশনের কাজ শেষ হয়েছে। ভবনটির আন্ডারগ্রাউন্ডে আরও কয়েকটি তলা রয়েছে।

তিনতলা পর্যন্ত নিচে নামার পর এটি মূলত একটি পার্কিং এরিয়া বলে মনে হয়েছে। তবে এর নিচে আরও একাধিক তলা থাকার সম্ভাবনা রয়েছে। তিনতলার নিচের ফ্লোর পানিতে পূর্ণ থাকায় কেউ সেখানে নামার সাহস করেনি। স্বচ্ছ পানির কারণে নিচে যাওয়ার সিঁড়িগুলো স্পষ্টভাবে দেখা গেছে, যা ভবনের আরও গভীরে তলার অস্তিত্বের ইঙ্গিত দেয়।

এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে জানিয়েছে, ‘বাড়ির নিচে আমরা কয়েকটি কক্ষের সন্ধান পেয়েছি, কিন্তু সেখানে প্রবেশ করা সম্ভব হয়নি, কারণ পুরো জায়গাটি পানিতে ভরা। এটি খুবই সন্দেহজনক।’

অন্য এক প্রত্যক্ষদর্শী গণমাধ্যমকে বলেন, ‘এই বাড়ির নিচতলার পাঁচতলা কাঠামোতে আওয়ামী লীগ তাদের নিজস্ব বাহিনী দিয়ে আরেকটি আয়নাঘর তৈরি করেছে।’

ছাত্র-জনতার দাবি, ‘এ গোপন কাঠামো সম্ভবত আয়নাঘর হতে পারে, যেখানে গোপনে নির্যাতন চালাত শেখ হাসিনার বাহিনী। ডিজিএফআই এবং ডিবি, আয়নাঘরের আড়ালে হাসিনা ও তার দল আওয়ামী লীগ আরেকটি নতুন আয়নাঘর তৈরি করেছে।’


তথসূত্র:
১. ‘গোপন আয়নাঘর’? ধানমন্ডি ৩২-এ আন্ডারগ্রাউন্ডের রহস্য বাড়ছে
-https://tinyurl.com/ttt5btce
২. ভাংচুর চলমান ধানমন্ডি ৩২ এ, মাটির নিচের ৫ তলা নিয়ে উৎসুক জনতা
-https://tinyurl.com/5n83hn8s

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদখলদার ইসরায়েলকে আরও সাত বিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র ও বোমা দিচ্ছে আমেরিকা
পরবর্তী নিবন্ধ১২ হাজার পিস ইয়াবাসহ আটক আওয়ামী লীগ নেতা মুজিব