আফগানিস্তানের নানগারহারে দুই পরিবারের মধ্যকার দীর্ঘ ৫০ বছরের বিরোধের অবসান

0
49

আফগানিস্তানের নানগারহার প্রদেশের মামলি গ্রামে দু’টি পরিবারের মধ্যকার দীর্ঘ ৫০ বছরের বিরোধের মীমাংসা হয়েছে। ইমারতে ইসলামিয়া সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগ এবং স্থানীয় প্রবীণদের আন্তরিক প্রচেষ্টায় এই সাফল্য অর্জিত হয়েছে।

নানগারহার প্রদেশের তথ্য ও সংস্কৃতি বিভাগের প্রধান ক্বারি এহসানুল্লাহ সাজিদ হাফিযাহুল্লাহ বাখতার নিউজ এজেন্সিকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরও জানান, এই দীর্ঘ শত্রুতা ইতোপূর্বে উভয়পক্ষের ২ জন ব্যক্তির প্রাণ হরণ করেছিল।

দীর্ঘ এই সংঘাত সমাধানে আনন্দ প্রকাশ করেছেন সংশ্লিষ্ট পরিবারদ্বয়ের সদস্যগণ। তারা সম্প্রীতি ও সহযোগিতার মাধ্যমে ভবিষ্যৎ গড়ে তোলার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।

ইমারতে ইসলামিয়া সরকার ক্ষমতা গ্রহণের পর বিভিন্ন পক্ষের মধ্যকার দ্বন্দ্ব নিরসন কর্মসূচি ব্যাপকভাবে পরিলক্ষিত হচ্ছে। দেশব্যাপী অসংখ্য শত্রুতামূলক সম্পর্ক এভাবে সমাধান করা হয়েছে, ফলে শান্তি ও পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে নতুন সম্পর্ক গড়ে উঠছে আলহামদুলিল্লাহ।


তথ্যসূত্র:
1. Long-Standing Feud in Nangarhar Ends After 50 Years
– https://tinyurl.com/ymay6cbc

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধগাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি; আহত ০১
পরবর্তী নিবন্ধবিগত বছর ১৫,২০০ মেট্রিক টন চিকিৎসা সামগ্রী রপ্তানি করেছে ইমারতে ইসলামিয়া প্রশাসন