গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি; আহত ০১

0
34

গাজীপুরের ভাওয়াল রাজবাড়ী এলাকায় বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। শনিবার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঘটা এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন এক ছাত্র। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা তাদের ওপর গুলি ছুঁড়েছে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, গুলিতে আহত মোবাশ্বের হোসেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় সদস্য। তিনি গাজীপুর মহানগরের হারিনাল দক্ষিণপাড়া এলাকার আলী আহমেদের ছেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা গণমাধ্যমকে জানান, সন্ধ্যায় শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে মোটরসাইকেলে করে এসে এক ব্যক্তি গুলি করে পালিয়ে যায়। এতে আমাদের এক ছাত্র গুলিবিদ্ধ হয়েছে।

আহত মোবাশ্বের হোসেন গণমাধ্যমকে বলেন, জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে একে অপরের কাছ থেকে বিদায় নিচ্ছিলেন তারা। তখন শহরের জোর পুকুরপাড়ের দিক থেকে একটি মোটরসাইকেলে দুর্বৃত্তরা এসে হঠাৎ শিক্ষার্থীদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়। গুলিটি তার ডান হাতের এক পাশে লাগায় তিনি বেঁচে যান। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।


তথ্যসূত্র:
১.গাজীপুরে বৈষম্যবিরোধী ছাত্রদের লক্ষ্য করে গুলি, আহত ১
-https://tinyurl.com/5n6dr65m

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ‘বিএসএমএমইউর’ এর নাম পরিবর্তন করে ‘বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়’ দিল ছাত্র জনতা
পরবর্তী নিবন্ধআফগানিস্তানের নানগারহারে দুই পরিবারের মধ্যকার দীর্ঘ ৫০ বছরের বিরোধের অবসান