মোগাদিশু বাহিনীর উপর মুজাহিদদের পাল্টা আক্রমণ: ৮৬ সেনা হতাহত

0
131

মধ্য সোমালিয়ার পূর্ব হিরান অঞ্চলে আশ-শাবাব মুজাহিদিন ও মোগাদিশু বাহিনীর মধ্যে পুনরায় তীব্র লড়াই শুরু হয়েছে।

শাহাদাহ এজেন্সির তথ্যমতে, গত ৭ ফেব্রুয়ারী শুক্রবার সকালে, পূর্ব হিরান রাজ্যের বুলুবার্দি এবং হালগান জেলার মধ্যবর্তী এলাকাগুলোতে নতুন করে তীব্র সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। হারাকাতুশ শাবাব প্রশাসনের নিয়ন্ত্রিত এই এলাকাগুলো দখলের উদ্দেশ্যে মোগাদিশু বাহিনী বিদেশি জোট বাহিনীর বিমান সহায়তায় হামলাটি শুরু করে। শত্রুর এই আগ্রাসন শুরু হলে, মুজাহিদিনরাও মোগাদিশু বাহিনীর উপর পাল্টা ভারী আক্রমণ শুরু করেন।

সূত্রমতে, এদিন সকালে শুরু হওয়া এই যুদ্ধটি শহরের পূর্ব বিরা-ইয়াবাল এলাকায়ও ছড়িয়ে পড়েছিল। এলাকাটিতে আগ্রাসী শত্রু বাহিনীকে মুজাহিদিনরা ভারী অস্ত্র দ্বারা লক্ষ্যবস্তুতে পরিণত করেন। ফলে এলাকাটিতে কয়েক ঘন্টা ধরে চলা এই যুদ্ধে মোগাদিশু বাহিনীর ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ অন্তত ৪১ সৈন্য নিহত এবং আরও ৪৫ এরও বেশি সৈন্য আহত হয়েছে। নিহতদের মধ্যে মোগাদিশু সরকারের কর্তৃক নিযুক্ত বুলুবার্দি শহরের মেয়র এবং নিরাপত্তা কমান্ডার ওসমান গেদি সহ একাধিক অফিসাররা রয়েছে।


তথ্যসূত্র:
١. قتلى الميليشيات الحكومية إلى 41 قتيلا و الإصابات إلى 45 مصاب
– https://tinyurl.com/3ztn83e7

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধযুদ্ধবিরতির মধ্যেই লেবাননে বর্বর ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬
পরবর্তী নিবন্ধ৩ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি