শেখ হাসিনার বিচার চাইতে গিয়ে ছাত্রদলের দুই গ্ৰুপের সংঘর্ষ; পথচারী সহ আহত ১০

0
59

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ফেনীতে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়েছে। রোববার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দাগনভূঞা বাজারে পাল্টাপাল্টি বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়। শেখ হাসিনার বিচারের দাবিতে দু’গ্রুপ মিছিলের ডাক দেয়।

স্থানীয়রা গণমাধ্যমকে জানিয়েছেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি জামসেদুর রহমান ফটিক ও উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আশরাফুল জাবেদ গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। ৫ আগস্টের পর থেকে আধিপত্য নিয়ে দু’গ্রুপের মধ্যে বিরোধ চলছে।

দাগনভূঞা থানার পরিদর্শক মোহাম্মদ আলী গণমাধ্যমকে জানিয়েছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষ হয়। পরবর্তীতে পুলিশ, ডিবি পুলিশ ও সেনাবাহিনীর ধাওয়ায় ছত্রভঙ্গ হয় তারা। প্রাথমিকভাবে আমরা একজন পথচারী আহত হওয়ার খবর পেয়েছি। সংঘর্ষে দু’গ্রুপের আহত থাকতে পারে। ধাওয়ায় উভয় গ্রুপ পালিয়ে গেছে।

এই সংঘর্ষে পথচারী সহ মোট  ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।


তথ্যসূত্র:
১.শেখ হাসিনার বিচার চাইতে গিয়ে সংঘর্ষে জড়ালো ছাত্রদলের দু’গ্রুপ
-https://tinyurl.com/dh8rhrb9

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ৩ জিম্মির বিনিময়ে মুক্তি পাচ্ছেন ১৮৩ ফিলিস্তিনি
পরবর্তী নিবন্ধআওয়ামীলীগ নেতা গ্ৰেফতার হওয়ায় স্থানীয়দের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ