গাজায় ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে সন্ত্রাসী ইসরায়েল

0
77

গাজা উপত্যকায় চলমান সংঘাতে সাংবাদিকদের জীবন যেন মৃত্যুকূপে রূপ নিয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে উঠে এসেছে, চলতি বছরের জানুয়ারি মাসে গাজা উপত্যকায় সাত ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী।

তাদের নাম-পরিচয় প্রকাশ করে তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যমটি। প্রাণ হারানো সাংবাদিকরা হলেন, ওমর আল-দিরাউই, সাইদ আবু নাবান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালমিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়া এবং আহমেদ হিশাম আবু আল-রুস।

ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস) জানিয়েছে, দখলদার বাহিনী জানুয়ারিতে ফিলিস্তিনি সাংবাদিকদের পরিবারের নয়জন সদস্যকে হত্যা করেছে এবং তাদের ছয়জনের বাড়ি ধ্বংস করেছে। গাজায় ইসরায়েলের যুদ্ধ মিডিয়া কর্মীদের জন্য সবচেয়ে মারাত্মক সংকটময় সংঘাতের একটি। ১৫ মাসের মধ্যে প্রায় দুই শতাধিক সাংবাদিক নিহত হয়েছে।

ইসরায়েলি হামলা গাজায় এক ভয়াবহ পরিস্থিতি তৈরি করেছে। ১৫ মাস ধরে চলা এই সংঘাতে ইতোমধ্যেই ৬০ হাজারের বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু। ২৩ লাখের বেশি গাজাবাসী নিজেদের ঘরবাড়ি হারিয়ে উদ্বাস্তু হয়েছেন। ক্ষুধা, দুর্ভিক্ষ, এবং বোমাবর্ষণের মধ্যেও তারা বেঁচে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন।

এমন চরম পরিস্থিতিতেও ফিলিস্তিনি সাংবাদিকরা যুদ্ধের ভয়াবহতা বিশ্ববাসীর সামনে তুলে ধরতে কাজ চালিয়ে যাচ্ছেন। গাজার বাইরের সাংবাদিকদের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায়, ফিলিস্তিনি সাংবাদিকরাই গাজার ভেতর থেকে বিশ্ববাসীর চোখ ও কান হিসেবে কাজ করছেন।

কিন্তু সাংবাদিকদেরও রেহাই দিচ্ছে না দখলদার ইসরায়েলি বাহিনী। সংবাদ প্রচার ঠেকাতে তাদের ওপরও নির্বিচারে হামলা চালানো হচ্ছে। এ অবস্থায় গাজা থেকে সংবাদ সংগ্রহ একটি বিরাট চ্যালেঞ্জ এবং অনেক সময় প্রাণঘাতীও। গাজার সংঘাত কেবল সাংবাদিকদের জন্যই নয়, একবিংশ শতাব্দীর জন্যও অন্যতম ভয়াবহ মানবিক সংকট হয়ে দাঁড়িয়েছে।


তথ্যসূত্র:
1. Israeli forces killed 7 Palestinian journalists in Gaza in January
– https://tinyurl.com/2pyv8p54

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভারতীয় আগ্রাসন প্রতিরোধে চাপাইনবাগঞ্জ সীমান্তে লংমার্চ; প্রতিবাদে গরু জবাই করে জিয়াফত
পরবর্তী নিবন্ধধানমন্ডি-৩২ থেকে উদ্ধার ‘হাড়গোড়, জামা ও জুতা’