![jail-6666-20250211161333 copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/jail-6666-20250211161333-copy-696x392.webp)
নরসিংদীর শিবপুরে আবিদ হাসান জজ মিয়া নামের এক স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে না পেরে ক্ষিপ্ত হয়ে পুলিশকে মারধর করার অভিযোগ উঠেছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে শিবপুর থানায় এ ঘটনা ঘটে।
আবিদ হাসান জজ মিয়া শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ও পুবেরগাঁও এলাকার মজি মিয়ার ছেলে।
গণমাধ্যমের বরাতে জানা যায়, অপারেশন ডেভিল হান্টের আওতায় শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা নাদিম সরকারকে আটক করে পুলিশ। খবর পেয়ে রাত ১০টার দিকে তাকে ছাড়াতে থানায় যায় জজ মিয়া। থানায় উপস্থিত হয়ে হাজতখানায় নাদিমের সঙ্গে দেখা করতে চায় সে এ সময় কর্তব্যরত পুলিশ সদস্য সবুজ মিয়া তাকে বাধা দেয়। একপর্যায়ে ওই নেতা ক্ষিপ্ত হয়ে পুলিশ সদস্য সবুজ মিয়াকে মারধর করে। এ সময় অন্যান্য পুলিশ সদস্যরা তাকে বাঁচাতে গিয়ে ঘটনার কারণ জানতে চাইলে জজ মিয়া আরও উত্তেজিত হয়ে পড়ে।
এ সময় ওই নেতা বলতে থাকে, এই থানায় চাকরি করলে তাকে চিনতে হবে। তার কথা শুনতে হবে। তা না হলে এখানে চাকরি করা যাবে না। পরে পুলিশ সদস্যরা তাকে আটক করেন।
তথ্যসূত্র:
১.আ.লীগ নেতাকে ছাড়াতে পুলিশকে পেটালেন স্বেচ্ছাসেবক দলের নেতা
-https://tinyurl.com/4zn63y2v