![za8QEZbgiC3JrTMfAsyD3BHEv0dE42-meta2LPaliDaqdin2YQg2K8g2b7Zhtio25Ag2K3Yp9i12YTYp9iq2YguanBn copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/za8QEZbgiC3JrTMfAsyD3BHEv0dE42-meta2LPaliDaqdin2YQg2K8g2b7Zhtio25Ag2K3Yp9i12YTYp9iq2YguanBn-copy-696x462.webp)
চলতি বছরে আফগানিস্তানের ১৫টি প্রদেশ হতে ১ লাখ ৫৯ হাজার মেট্রিক টন তুলা সংগ্রহ করা হয়েছে। ইমারতে ইসলামিয়ার জাতীয় পরিসংখ্যান ও তথ্য বিষয়ক কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।
সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী, দেশটির হেলমন্দ, কান্দাহার, বালখ, জাওযান ও নানগারহার প্রদেশে সর্বাধিক পরিমাণে তুলা চাষ হয়েছিল। ফলে বিগত বছরের তুলনায় ৩০ শতাংশ তুলা উৎপাদন বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব বাজারে আফগান তুলার দাম বর্তমানে অনুকূল অবস্থায় রয়েছে। পূর্ববর্তী বছরে কেবল তুলা ও তুলা হতে উৎপাদিত পণ্যসমূহ রপ্তানি করেই সর্বমোট ২৭৩ মিলিয়ন মার্কিন ডলার উপার্জন করেছিল ইমারতে ইসলামিয়া।
তথ্যসূত্র:
1. Cotton harvest increased 30% this year
– https://tinyurl.com/3at2fhhb