![জম্মু-কাশ্মীরের আইইডি বিস্ফোরণ, ২ ভারতীয় সেনা নিহত copy](https://alfirdaws.org/wp-content/uploads/2025/02/জম্মু-কাশ্মীরের-আইইডি-বিস্ফোরণ-২-ভারতীয়-সেনা-নিহত-copy-696x392.webp)
ভারতের জম্মু ও কাশ্মীরের আখনুর সেক্টরে ভয়াবহ আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে দুই ভারতীয় সেনা নিহত হয়েছে। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভারতীয় সেনাবাহিনী এক বিবৃতিতে এই তথ্য স্বীকার করেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সৈন্যরা লাইন অফ কন্ট্রোল (এলওসি) সংলগ্ন এলাকায় বেড়া টহল দেওয়ার সময় বিস্ফোরণের শিকার হয়।
ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, স্থানীয় সময় বেলা সাড়ে তিনটার দিকে লাইন অব কন্ট্রোলের (এলওসি) কাছে সেনাসদস্যরা যখন নিয়মিত টহল দিচ্ছিল, তখন এই বিস্ফোরণ ঘটে। এরপর তিন সেনাসদস্যই গুরুতর আহত হয়। তাদেরকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই সেনাসদস্য মারা যায়।
এদিকে, কাশ্মীরে সহিংসতা বাড়ছে। এর মাত্র একদিন আগে ১০ ফেব্রুয়ারি, সোমবার রাজৌরি জেলার নওশেরা সেক্টরে সীমান্ত রেখা বরাবর গুলি বিনিময়ের ঘটনা ঘটে। এতে এক ভারতীয় সেনা গুরুতর আহত হয়। সামরিক সূত্রে জানা যায়, সে একটি ফরোয়ার্ড পোস্টে অবস্থান করছিল, তখনই সে হামলার শিকার হয়।
তথ্যসূত্র:
1. 2 Soldiers Killed In Action As Terrorists Set Off Bomb In Jammu And Kashmir
– https://tinyurl.com/8nvur9v3
2.Officer among 2 Army personnel killed in IED blast near LoC in Jammu
– https://tinyurl.com/mrx56tx3