আফগানিস্তানের লাঘমান ও উরুজগান প্রদেশে মোট ২৫ টন নিম্নমানের খাদ্যসামগ্রী নির্মূল

0
55

আফগানিস্তানের লাঘমান প্রদেশে ১০ টন মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যপণ্য ধ্বংস করেছে প্রদেশটির মেয়াদোত্তীর্ণ খাদ্য-সামগ্রী বিক্রয় প্রতিরোধ সংক্রান্ত কমিশন। এই উদ্দেশ্যে দীর্ঘ ১ বছর ধরে স্থানীয় বাজারসমূহে পর্যবেক্ষণ চালানো হয়েছিল। অবশেষে বিগত ১০ই ফেব্রুয়ারি সংশ্লিষ্ট পৌর কর্তৃপক্ষের সহযোগিতায় অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী নির্মূল করা হয়েছে।

এই উপলক্ষে এক জমায়েতে সকল সেক্টরের চলমান সংস্কারের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন প্রদেশটির ডেপুটি গভর্নর মৌলভী আখতার মুহাম্মদ মাজমাল হাফিযাহুল্লাহ। তিনি নাগরিকদের আশ্বস্ত করে বলেন, স্থানীয় বাজারগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের খাদ্যদ্রব্য জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। তাই এই সকল পণ্য বিক্রয় করা থেকে বিরত থাকতে তিনি ব্যবসায়ীদের আহ্বান জানান। জনগণের সুস্থতা নিশ্চিত করা সকলের যৌথ দায়িত্ব বলেও তিনি উল্লেখ করেছেন।

এছাড়া বিগত ১১ই ফেব্রুয়ারি ১৫ টন মেয়াদোত্তীর্ণ ও অস্বাস্থ্যকর খাদ্যসামগ্রী ধ্বংস করেছে উরুজগান প্রদেশের শিল্প ও বাণিজ্য বিভাগ। উক্ত বিভাগ ও সম্পর্কিত অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে পণ্যসমূহ আগুনে পুড়িয়ে নষ্ট করা হয়েছে।

এই পদক্ষেপটি অস্বাস্থ্যকর পণ্য সরবরাহ থেকে বিরত থাকতে ব্যবসায়ী ও বিক্রেতাদের জন্য একটি সতর্ক বার্তা হিসেবে বিবেচনা করা হচ্ছে।


তথ্যসূত্র:
1. Laghman Province Destroys 10 Tons of Expired Food Products
– https://tinyurl.com/2e2xdt2j
2. 15 Tons of Expired Materials Destroyed in Uruzgan
– https://tinyurl.com/4fdn67kr

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধএকুশে বইমেলায় ইসলাম বিদ্বেষী লেখিকার বই, তৌহিদী জনতার প্রতিবাদে প্রকাশক গ্রেফতার
পরবর্তী নিবন্ধগাজায় বেড়েই চলেছে লাশের মিছিল, নিহত ছাড়াল ৪৮ হাজার ২০০