তীব্র প্রতিবাদের মুখে সীমান্ত এলাকা থেকে সিসি ক্যামেরা সরিয়ে নিল বিএসএফ

0
52

তীব্র প্রতিবাদের মুখে ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসি ক্যামেরাটি খুলে নিয়েছে বিএসএফ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিজিবি ও বিএসএফের মধ‍্যে পতাকা বৈঠকের পর রাত সাড়ে ১১টায় ক্যামেরাটি খুলে নেয় তারা।

ক্যামেরা খুলে নিয়ে যাওয়ার বিষয়টি এক খুদেবার্তায় সাংবাদিকদের নিশ্চিত করেছেন বিজিবির কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মুহাম্মদ মাসুদুর রহমান।

এর আগে ৯ ফেব্রুয়ারি দিবাগত রাত দুইটার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তের ঝাকুয়াটারি জোড়া মসজিদের সামনে আন্তর্জাতিক সীমানা পিলার ৯৭৮/৯-এস-এর কাছে শূন্যরেখায় ভারতের অভ্যন্তরে ১৬২-বিএসএফ ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা একটি ইউক্যালিপটাস গাছে বাংলাদেশের দিকে মুখ করে একটি সিসিটিভি ক্যামেরা স্থাপন করেছিল।


তথ্যসূত্র:
১. তীব্র প্রতিবাদ, সিসি ক্যামেরা খুলে নিলো বিএসএফ
– https://tinyurl.com/2xpvfefj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপুলিশের সামনেই এক ব্যক্তিকে ‘গোপন চিঠি’ দিল আওয়ামী মন্ত্রী
পরবর্তী নিবন্ধযুদ্ধে হারিয়ে যাওয়ার এক বছর পর শিশুকে খুঁজে পেলেন ফিলিস্তিনি বাবা