যুবদলের দুই গ্ৰুপের সংঘর্ষে আহত ১৫

0
8

ফেনীতে পূর্ব শত্রুতার জেরে যুবদলের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় নারী ও শিশুসহ ১৫ জন আহত হয়েছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে জেলার সোনাগাজী উপজেলার চর খোন্দকার এলাকায় এ ঘটনা ঘটে।

গণমাধ্যমের বরাতে জানা যায়, উপজেলার চর খোন্দকারে স্কেভেটর ভাড়া দেয়ার ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় যুবদল সদস্য সাইদ হোসেন আইভির সাথে চর খোন্দকার আব্দুল শুক্কুরের ছেলে ও চরচান্দিয়া ইউনিয়ন যুবদল নেতা সাইফুল ইসলাম সুজনের দ্বন্দ্বের সৃষ্টি হয়। এর জের ধরে আইভির নেতৃত্বে ১০/১২ জন সশস্ত্র যুবক সুজনের ওপর হামলা করে। এসময় তাকে রক্ষা করতে এগিয়ে আসা বাড়ির লোকজনের ওপরও হামলা চালায় সন্ত্রাসীরা।

এতে সুজনের ভাই আবদুল আলিম আজাদ, মা সালমা খাতুন, ইলিয়াসের ছেলে হোসেন আহম্মদ ও বাবুল, প্রতিবেশী নূর নবি, মাইন উদ্দিন, ইমন, জসিম উদ্দিন, হোসেন, ইয়াসমিন, শিপন এবং সোহাগসহ ১৪/ ১৫ জন আহত হয়।


তথ্যসূত্র:
১.ফেনীতে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষে আহত ১৫
-https://tinyurl.com/w4sxdprm

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || ইমারতে ইসলামিয়ার সামরিক একাডেমী হতে ২৬৮ জন তরুণ অফিসারের ৪ বছরের প্রশিক্ষণ কোর্স সম্পন্ন
পরবর্তী নিবন্ধযুদ্ধবিরতি চুক্তি ভঙ্গ করতে ‘নোংরা খেলা’ খেলছে নেতানিয়াহু