যৌনপল্লী থেকে অস্ত্রসহ জেলা বিএনপির সাবেক নেতা গ্রেফতার

0
21

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে বিএনপির সাবেক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলি জব্দ করা হয়। রবিবার (২৩ ফেব্রুয়ারি) তাকে গ্ৰেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তির নাম আবুল হাসেম সুজন (৫৩)।  রাজবাড়ী সদর উপজেলার বড় মুরারীপুর গ্রামের বাসিন্দা সুজন জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ও জেলা যুবদলের সভাপতি পদে ছিল।

গোয়ালন্দঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম গণমাধ্যমকে জানিয়েছে, গোপন খবরে রোববার ভোরে উত্তর দৌলতদিয়া পূর্বপাড়ার আইয়ুব মেম্বারের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ির ভাড়াটিয়া যৌনকর্মীর কক্ষ থেকে সুজনকে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিনসহ আটক করা হয়।  পরে গোয়ালন্দ ঘাট থানায় অস্ত্র আইনে সুজনের বিরুদ্ধে একটি মামলা করা হয়। সেই মামলায় গ্রেফতার দেখিয়ে দুপুরে তাকে আদালতে পাঠানো হয়।


তথ্যসূত্র:
১.যৌনপল্লী থেকে অস্ত্রসহ জেলা বিএনপির সাবেক নেতা গ্রেফতার
-https://tinyurl.com/2ertxwxj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধবামিয়ান প্রদেশে দুই উপজাতি গোষ্ঠীর মধ্যকার ১৭ বছরের সংঘাতের অবসান করল তালিবান প্রশাসন
পরবর্তী নিবন্ধরাঙামাটিতে মিলল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের আয়নাঘর; স্থানীয়দের জিম্মি করে আদায় করতো লাখ লাখ টাকার চাঁদা