উত্তর প্রদেশে ১৬৮ বছরের পুরোনো মসজিদ ভেঙ্গে দিল উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সরকার

0
2

উত্তর প্রদেশে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিলো ভারতের উগ্র হিন্দুত্ববাদী সরকার।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) মুসলিম মিররের খবরে একথা জানানো হয়।

এতে বলা হয়, প্রসিদ্ধ মেরুত এলাকায় ‘দিল্লি রোড’ এর পাশে ১৬৮ বছরের পুরনো মসজিদ গুড়িয়ে দিয়েছে উত্তর প্রদেশের উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের সরকার। র‍্যাপিড রেল ট্রানজিট নেটওয়ার্কের অভিযোগ তুলে মসজিদটি ভাঙা হয়েছে বলে দাবি করেছে তারা।

শুক্রবার ২১ ফেব্রুয়ারি রাতে মসজিদটি ভাঙার পূর্বে ব্যাপক বাধার সম্মুখীন হয় উগ্র হিন্দুত্ববাদী যোগী আদিত্যনাথের প্রশাসন। পরবর্তীতে ব্যাপক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে রাতে মসজিদটি সম্পূর্ণরূপে ভেঙে নিশ্চিহ্ন করে দেওয়া হয়।

সরকারের পক্ষ থেকে দাবী করা হয়, মুসলিম সম্প্রদায়ের সম্মতিতে রেল নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য মসজিদটি ভাঙার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু মসজিদের মুতাওয়াল্লি হাজ্বি সালেহীন গণমাধ্যমকে জানিয়েছেন, যদিও এবিষয়ে প্রশাসনের সাথে ২০ ফেব্রুয়ারি আমাদের আলোচনা হয়েছিলো কিন্তু অতি প্রাচীন ও ঐতিহাসিক হওয়ায় আমরা এতে পুরোপুরি সম্মত ছিলাম না। উপায়ন্তর না দেখে নতুন জায়গায় নতুন মসজিদ বানিয়ে দেওয়ার শর্তে পরবর্তীতে আমরা সরকারের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য হই। আমাদের কাছে এখনো এই মসজিদ ও জায়গার মালিকানার নথি রয়েছে, যেখানে সুস্পষ্ট প্রমাণ রয়েছে যে এটি ১৮৫৭ সনের পূর্বেকার।


তথ্যসূত্র:
1.168 year old mosque demolished in UP‘s Meerut
-https://tinyurl.com/4whc28zs

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধকাবুলে আন্তর্জাতিক পানি সম্মেলন অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধইয়েমেনে শত্রুর সেনা চৌকিতে মুজাহিদদের স্নাইপার হামলা