কাবুলে পাসপোর্ট হোম ডেলিভারি সেবা চালু

0
33

ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে পাসপোর্ট নিতে আর লাইনে দাঁড়ানোর ঝামেলা নেই। কাবুলে চালু হলো হোম ডেলিভারি পরিষেবা, যার ফলে কাবুলের বাসিন্দারা এখন থেকে ঘরে বসেই পাসপোর্ট গ্রহণ করতে পারবেন। দেশটির রাষ্ট্রীয় ডাক পরিষেবা আফগান পোস্ট আনুষ্ঠানিকভাবে রাজধানী কাবুলে পাসপোর্ট হোম ডেলিভারি পরিষেবা চালু করেছে।

এ উপলক্ষে গত ২৬ ফেব্রুয়ারি পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মৌলবি আবদুল করিম হাসিব হাফিযাহুল্লাহ এবং আফগান পোস্টের প্রধান মৌলবি রহমতুল্লাহ মাকি হাফিযাহুল্লাহ এর মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আফগান পোস্টের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এই চুক্তি সম্পন্ন হয়।

অনুষ্ঠানে আফগান পোস্টের প্রধান মৌলবি রহমতুল্লাহ মাকি বলেন, ‘আমরা জনসেবা উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং নাগরিকদের সুবিধার্থে পরিষেবাগুলো আরও আধুনিক ও সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি। পরীক্ষামূলকভাবে এই উদ্যোগ সফলভাবে সম্পন্ন হয়েছে এবং এটি বাস্তবায়নে কোনো প্রযুক্তিগত বাধা নেই।’

পাসপোর্ট বিভাগের মহাপরিচালক মৌলবি আবদুল করিম হাসিব নতুন এই চুক্তিকে পাসপোর্ট বিতরণের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘ইমারতে ইসলামিয়ার পাসপোর্ট অধিদপ্তর এখন প্রতিদিন ৩০,০০০ আবেদনকারীকে সেবা দেওয়ার সক্ষমতা অর্জন করেছে।’

চুক্তির শর্ত অনুযায়ী, ১০০ আফগানি ফি প্রদান করলে আবেদনকারীরা তাদের পাসপোর্ট বাড়ি বা কর্মস্থলে পেতে পারবেন। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ভবিষ্যতে এই পরিষেবা অন্যান্য প্রদেশেও সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।


তথ্যসূত্র:
1. Kabul Residents Can Now Receive Passports at Home
– https://tinyurl.com/5n8b52ns

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধ১২৪টি নিম্নমানের পেট্রোলিয়াম পণ্যবাহী ট্যাংকার ফেরত পাঠিয়েছে ইমারতে ইসলামিয়া
পরবর্তী নিবন্ধচলতি বছরে আফগানিস্তানের নানগারহার প্রদেশে ১১০০ মেট্রিক টন অলিভ ফল উৎপাদন