
পাকিস্তান ভিত্তিক সশস্ত্র ইসলামি প্রতিরোধ বাহিনী “হাফিজ গুল বাহাদুর” গ্রুপ। দলটির সাথে সংশ্লিষ্ট মুজাহিদদের বৃহৎ পরিসরে পরিচালিত এক অ্যাম্বুশে পাকিস্তান সামরিক বাহিনীর অন্তত ৮৬ সদস্য হতাহত হয়েছে বলে জানা গেছে।
সূত্রমতে, গত ৪ মার্চ মঙ্গলবার সন্ধ্যায়, পাক-আফগান সীমান্তবর্তী পাখতুনখোয়া অঞ্চলে অবস্থিত পাকিস্তান সামরিক বাহিনীর একটি ঘাঁটি ও পুলিশ সদর দপ্তর লক্ষ্য করে বৃহৎ পরিসরে একটি সমন্বিত সামরিক অপারেশন চালিয়েছেন মুজাহিদিনরা। প্রতিরোধ বাহিনী “হাফিজ গুল বাহাদুর” গ্রপের সাথে সংশ্লিষ্ট মুজাহিদিনরা পাকিস্তান সামরিক বাহিনীর ২টি অবস্থান লক্ষ্য করে প্রথমে পরপর দুটি শক্তিশালী গাড়ি বোমা দ্বারা ইস্তেশহাদী হামলা চালান।
পাকিস্তানের বান্নু প্রদেশের উক্ত সামরিক অবস্থানে দুটি গাড়ি বোমা বিস্ফোরণের মাধ্যমে শুরু হওয়া এই অপারেশন পরে আরও তীব্র আকার ধারণ করে। কেননা ঘাঁটিতে ইস্তেশহাদী বোমাবিস্ফোরণের পরপরই ১৪ জন মুজাহিদের সশস্ত্র একটি ইনগিমাসী দল সামরিক অবস্থান দুটিতে প্রবেশ করেন। এরপর সেখানে ইসলাম বিরোধী পাকিস্তান সেনাবাহিনী ও মুজাহিদদের মধ্যে তীব্র লড়াই শুরু হয়।
সামরিক ঘাঁটিতে প্রবেশকারী ইনগিমাসী মুজাহিদিনরা এই অপারেশন মঙ্গলবার সন্ধ্যায় শুরু করে বুধবার দুপুর পর্যন্ত টানা ২০ ঘন্টা ধরে জারি রাখেন। এসময় পাকিস্তান সামরিক বাহিনীর শক্তি বৃদ্ধি করতে আসা সেনাবাহিনীর বেশ কয়েকটি আক্রমণ মুজাহিদিনরা সফলভাবে প্রতিহত করেন এবং ভিতরে আটকা পড়া শত্রু সৈন্যদের বুলেটের সামনে টার্গেটে পরিণত করতে থাকেন। সেই সাথে মুজাহিদিনরা শত্রু বাহিনীর কয়েকটি অফিস পুড়ানোর পাশাপাশি একাধিক সামরিক অবকাঠামো ধ্বংস করে দেন।
এসময় মুজাহিদদের তীব্র আক্রমণে পাকিস্তান সামরিক বাহিনীর ১৮ জন এসএসজি কমান্ডো, ১২ জন আইএসআই সদস্য, ৭ জন এমআই সদস্য এবং ১ জন ঠিকাদার সহ ৪৮ শত্রু সদস্য নিহত হয়। সেই সাথে সামরিক বাহিনীর সাথে যুক্ত বিভিন্ন সংস্থার আরও ৩৮ এরও বেশি সদস্য আহত হয়। হতাহতদের শত্রু শিবিরের মধ্যে কয়েকজন মেজর ও কর্নেল পদমর্যাদার সামরিক কর্মকর্তাও রয়েছে।
সূত্রমতে, “হাফিজ গুল বাহাদুর” গ্রুপের সাথে সংশ্লিষ্ট জাবহাত আনসার আল-মাহদি, আল-বদর শহীদ ব্রিগেড এবং জইশুল ফারসান মুহাম্মদ আল-হামজা শহীদ ব্রিগেডের মুজাহিদিনরা যৌথভাবে এই অ্যাম্বুশটি পরিচালনা করেছেন। অভিযানে অংশগ্রহণকারী মুজাহিদিনরা শহিদ হওয়ার আগ পর্যন্ত হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন এবং বীরত্বের সাথে দীর্ঘ ২০ ঘন্টা যাবৎ অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্তান সামরিক বাহিনীর শত শত সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে গেছেন।
তথ্যসত্র:
1. د بنو بريد چې د ۱۶ سرتېرو په مټ ترسره شوی و، پای ته ورسېد
– https://tinyurl.com/msea7hvw