
ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরের ইসলামাবাদ জেলার কাজিগুন্ড এলাকায় ভারতীয় সেনাবাহিনী কর্তৃক চরম মানবাধিকার লঙ্ঘনের একটি ঘটনা ঘটেছে। অসুস্থ এক কাশ্মীরি শিশুকে হাসপাতালে নিতে চাইলে তার পরিবারকে থামিয়ে দেয় দখলদার সেনাবাহিনী।
কাশ্মীর মিডিয়া সার্ভিস সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই এক অসুস্থ শিশুকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার বাবা-মাকে বহনকারী গাড়ি থামিয়ে দেয় ভারতীয় বাহিনী। ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় অসহায় বাবা-মা সেনাদের কাছে অনুনয়-বিনয় করছেন এবং বলছেন, ‘আমাদের সন্তান অসুস্থ, যদি আমরা সময়মতো হাসপাতালে না পৌঁছাই, তাহলে সে মারা যেতে পারে।’
ভিডিওতে দেখা যায়, শিশুটি গাড়ির পিছনের সিটে শুয়ে কাতরাচ্ছে। বাবা-মা মরিয়া হয়ে সেনাদের বুঝানোর চেষ্টা করলেও তাদের মিনতি উপেক্ষা করে সেনারা গাড়ি চলাচলে বাধা দেয়।
তবে, একই সময়ে একটি ভারতীয় গাড়িকে কোনো বাধা ছাড়াই যেতে দেয়া হয়। তাছাড়া, অমরনাথ তীর্থযাত্রীদের বহনকারী যানবাহনগুলোকে অবাধে চলাচলের অনুমতি দেওয়া হয়।
ভিডিও দেখুন:
তথ্যসূত্র:
1. Indian troops deny hospital access to ailing Kashmiri child in IOJK
– https://tinyurl.com/57xppdms


