
নোয়াখালী হাতিয়ায় সাত মাস ধরে তাঁতীদলের সভাপতির বাড়িতে পালিয়ে ছিল সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলাউদ্দিন বেদন। সেখানে থেকে নাশকতা চেষ্টার অভিযোগে দশটি ককটেলসহ তাকে গ্রেপ্তার করেছে হাতিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (৩১ জুলাই) ভোরে উপজেলার বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জোড়খালী গ্রামের তাঁতীদলের ইউনিয়ন সভাপতি সৈকতের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন চট্টগ্রামের সন্দ্বীপ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড হরিষপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। সে দীর্ঘদিন ধরে সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছে। তাঁতীদল নেতা সৈকত সম্পর্কে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিনের শ্যালক।
গ্রেপ্তার হওয়ার পর আলাউদ্দিনের স্বজনরা গণমাধ্যমকে বলেছে, সরকার পরিবর্তনের পর আলাউদ্দিন তার শশুর বাড়িতে আশ্রয় নেয়। এই সুযোগে বিভিন্ন অজুহাত দেখিয়ে তার শ্যালক সৈকত তার কাছ থেকে কয়েক ধাপে মোটা অংকের টাকা আদায় করে। এখন আটক হওয়ার পর তিনি কিছুই জানে না বলে এড়িয়ে যায়।
তথ্যসূত্র:
১. তাঁতীদল নেতার বাড়ি থেকে ককটেলসহ আ.লীগ নেতা গ্রেপ্তার
– https://tinyurl.com/38xpje5e


