জুয়ার আসর থেকে আ.লীগ ও বিএনপির ০৪ নেতা আটক

0
15

শরীয়তপুরের ভেদরগঞ্জে জুয়ার আসরে অভিযান চালিয়ে বিএনপি ও আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শুক্রবার (১ আগস্ট) সকালে উপজেলার কাঁচিকাটা ইউনিয়নের দুলারচর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হল- কাঁচিকাটা ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোবাহান মল্লিকের ছেলে জিতু মল্লিক (৫০), চরভাগা ঢালী কান্দি এলাকার আব্দুর রব সরকারের ছেলে ও ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার (৪৮), মৃত ইদ্রিস আলী দেওয়ানের ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা দাদন দেওয়ান (৫০), কাঁচিকাটা ইউনিয়নের মৃত আবুল কাশেম দেওয়ানের ছেলে ও ইউনিয়ন শ্রমিক লীগের সদস্য শফি দেওয়ান (৫৩)।

স্থানীয়রা ও পুলিশ গণমাধ্যমকে জানিয়েছে, উপজেলার সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের দুলারচর এলাকার দীর্ঘদিন ধরে জুয়া পরিচালনা করেছিল একটি চক্র, এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে ওই এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জুয়া পরিচালনা করার সরঞ্জাম ও নগদ টাকাসহ চারজনকে আটক করে সখিপুর থানা পুলিশ। পরে আটকদের বিরুদ্ধে প্রকাশ্যে জুয়া খেলার অপরাধে সখিপুর থানায় মামলা শেষে শুক্রবার বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।


তথ্যসূত্র:
১. জুয়ার আসর থেকে বিএনপি-আ’লীগের ৪ নেতা আটক
-https://tinyurl.com/3zhzrm76

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধজুলাই মাসে ভারতীয় বাহিনীর হাতে শহীদ ৭ কাশ্মীরি মুসলিম, আহত ৫১
পরবর্তী নিবন্ধগাজায় পরিকল্পিতভাবে গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েল