বাংলাদেশেকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত: জয়শঙ্কর

0
58

বাংলাদেশকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত — এমন মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর। টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়, লোকসভায় এক প্রশ্নের জবাবে জয়শঙ্কর জানায়, ঢাকায় অনুষ্ঠিত একটি প্রদর্শনীতে ‘গ্রেটার বাংলাদেশ’ নামে একটি বিতর্কিত মানচিত্র দেখানো হয়েছে, যেখানে ভারতের একাধিক রাজ্যকে বাংলাদেশি ভূখণ্ড হিসেবে চিহ্নিত করা হয়।

জয়শঙ্করের দাবি, এ ঘটনায় তুরস্কভিত্তিক একটি এনজিওর সম্পৃক্ততা রয়েছে। তবে বাংলাদেশ সরকার সাফ জানিয়ে দিয়েছে—এমন কোনো গোষ্ঠীর অস্তিত্ব বাংলাদেশে নেই, এবং মানচিত্রটি ছিল ঐতিহাসিক প্রেক্ষাপটে প্রদর্শিত।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত প্রদর্শনীকে ঘিরে ভারতের এমন প্রতিক্রিয়াকে অনেকেই ‘অতিসংবেদনশীল’ বলেও মন্তব্য করছেন। বাংলাদেশি ফ্যাক্ট-চেকিং প্ল্যাটফর্ম বাংলাফ্যাক্ট জানিয়েছে, ‘সালতানাত-ই-বাংলা’ নামে কোনো সংগঠনের অস্তিত্ব নেই, এবং প্রদর্শনীটি ছিল পুরোপুরি ইতিহাসভিত্তিক।

বিশ্লেষকদের মতে, ভারতের এমন পর্যবেক্ষণমূলক দৃষ্টিভঙ্গি আঞ্চলিক কূটনীতিতে অস্বস্তিকর বার্তা দিতে পারে।


তথ্যসূত্র:
1. Bangladesh outfit backed by Turkish NGO published anti-India map: Jaishankar
– https://tinyurl.com/3jhzk3bu

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধদেশে নাশকতা সৃষ্টিতে আওয়ামী সন্ত্রাসীদের ট্রেইনিং দেওয়ায় মেজর সাদিকের সম্পৃক্ততা পাওয়া গেছে: আইএসপিআর
পরবর্তী নিবন্ধবেনজীরের ডক্টরেট ডিগ্রি স্থগিত করলো ঢাকা বিশ্ববিদ্যালয়