গাজায় দখলদার বাহিনীর সামরিক যান বহরে মুজাহিদদের ভয়াবহ প্রতিরোধ হামলা

0
74

দখলদার ইহুদি রাষ্ট্র ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে চলমান গণহত্যা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে মুজাহিদিনরা একের পর এক সাহসী ও পরিকল্পিত প্রতিরক্ষা পদক্ষেপ নিচ্ছে। দক্ষিণ গাজার খান ইউনিসের দক্ষিণ-পশ্চিমের আল-বাতিন আল-সামিন এলাকায় সাম্প্রতিক এক অভিযানে এই প্রতিরোধ আরও একবার প্রমাণ করল—ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন কখনোই নিরুত্তর থাকবে না।

দখলদার ইসরায়েলি বাহিনীর সামরিক যানের একটি বহরে তিনটি শক্তিশালী আইইডি (Improvised Explosive Device) বিস্ফোরণ ঘটানো হয়েছে। ঘটনাটি ঘটে আল-বাতিন আল-সামিন এলাকায়, যা খান ইউনিস শহরের দক্ষিণ-পশ্চিমাংশে অবস্থিত। মুজাহিদিনরা পূর্ব পরিকল্পনার ভিত্তিতে হামলাটি চালান বলে ফিলিস্তিনি সূত্র নিশ্চিত করেছে।

এছাড়াও, একই দিন গাজার বিভিন্ন ফ্রন্টলাইনে দখলদার ইহুদি বাহিনীর অবস্থান এবং সেনা জমায়েত লক্ষ্য করে একযোগে মর্টার শেল এবং রকেট হামলা চালানো হয়। ইহুদিবাদী বাহিনীর পক্ষ থেকে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ গোপন রাখা হলেও সংঘর্ষ পরবর্তী ধ্বংসস্তূপ থেকে ধোঁয়া ও আগুনের ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এই প্রতিরোধ ফিলিস্তিনিদের আত্মমর্যাদা এবং ইসলামি চেতনার ফলশ্রুতি—যেখানে দখলদারদের সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিটি বালুকণাও রুখে দাঁড়ানোর শপথ নিয়েছে। এ এক ন্যায়সঙ্গত আত্মরক্ষার যুদ্ধ, যা কেবল ফিলিস্তিন নয়, বরং পুরো মুসলিম উম্মাহর জন্যও একটি প্রতীকী সংগ্রাম।

অপরদিকে, পশ্চিমা সমর্থিত এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী এই ইহুদিবাদী সন্ত্রাসী রাষ্ট্রটি বরাবরের মতোই বেসামরিক জনগণের উপর পরিকল্পিতভাবে গণহত্যা চালিয়ে যাচ্ছে। এই যুদ্ধ মূলত এক ধর্মীয় নিধনের যুদ্ধ—যেখানে ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে; কিন্তু প্রতিরোধের এই কণ্ঠস্বর সে ষড়যন্ত্রকে প্রতিনিয়ত চ্যালেঞ্জ জানাচ্ছে।

ফিলিস্তিনি জনগণের প্রতিরোধ আজ আর শুধু একটি ভূখণ্ড রক্ষার লড়াই নয়; এটি হয়ে উঠেছে গোটা মুসলিম বিশ্বের জন্য নৈতিক চেতনার প্রতীক। ইহুদিবাদী দখলদার পক্ষ যতই পশ্চিমা অস্ত্র এবং কূটনৈতিক সমর্থনে নিজেকে শক্তিশালী মনে করুক না কেন, দখলদার আগ্রাসনের বিরুদ্ধে সংগ্রামী এই প্রতিরোধ কখনোই দমে যাবে না।


তথ্যসূত্র:
1. Footage of detonating 3 IEDs inside one of the enemy’s vehicle hubs in Al-Batin Al-Samin area, southwest of Khan Younis.
– https://tinyurl.com/4avts8sj

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধআফগানিস্তানে ১০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর
পরবর্তী নিবন্ধজুলাই অভুত্থানে গুলিবিদ্ধ গার্মেন্টস শ্রমিক আনারুলের শরীরে ১০টি গুলি; এক বছরেও পাশে দাঁড়ায়নি কেউ