পশ্চিম তীরে আরও এক মার্কিন নাগরিককে হত্যা করল ইসরায়েলি দখলদাররা

0
59

দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আরও একজন ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক নিহত হয়েছে। ২ আগস্ট, শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

নিহত বাসিন্দা ৪০ বছর বয়সী খামিস আয়াদের আত্মীয়রা এই হত্যার তদন্ত শুরু করার জন্য আহ্বান জানিয়েছে। তার আত্মীয়রা জানিয়েছে, বৃহস্পতিবার রামাল্লাহর উত্তরে সিলওয়াদ শহরে নিহত হন খামিস আয়াদ। সে একজন আমেরিকান নাগরিক।

পাঁচ সন্তানের জনক এবং শিকাগোর প্রাক্তন বাসিন্দা আয়াদ জুলাই মাসে পশ্চিম তীরে নিহত দ্বিতীয় মার্কিন নাগরিক। এর আগে মাসের শুরুতে, সিলওয়াদের প্রতিবেশী শহর সিনজিলে ২০ বছর বয়সী সাইফোল্লাহ মুসাল্লেতকে পিটিয়ে হত্যা করে দখলদার ইসরায়েলি বসতি স্থাপনকারীরা।

আয়াদের আত্মীয়দের পাশে দাঁড়িয়ে কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর)-এর শিকাগো চ্যাপ্টারের অপারেশনস কো-অর্ডিনেটর উইলিয়াম আসফোর এই ঘটনাকে “হত্যা” হিসেবে বর্ণনা করে বলেছে, সন্ত্রাসী বসতি স্থাপনকারীরা বাড়ি জ্বালায়, সেনারা তাদের সহায়তা করে, আর আমাদের সরকার বিলিয়ন ডলার পাঠায় এসবের জন্য।

নিহতের চাচাতো ভাই মাহমুদ ইসার জানিয়েছে, বৃহস্পতিবার ভোরের দিকে বসতি স্থাপনকারীরা আয়াদের বাড়ির বাইরে গাড়ি পুড়িয়ে দেয়। আয়াদ আগুন নেভানোর জন্য ঘুম থেকে ওঠে, কিন্তু তারপর ইসরায়েলি সেনাবাহিনী ঘটনাস্থলে এসে তার দিকে কাঁদানে গ্যাস নিক্ষেপ শুরু করে। আয়াদের পরিবারের বিশ্বাস তার মৃত্যু কাঁদানে গ্যাসের ধোঁয়া থেকে হয়েছে।


তথ্যসূত্র:
1. Another US citizen killed by Israeli settler attack in West Bank: Family
– https://tinyurl.com/2fkkd6nk

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধপ্রবাসীর স্ত্রীর সাথে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক বিএনপি নেতা
পরবর্তী নিবন্ধপাকিস্তানের খাইবার ও উত্তর ওয়াজিরিস্তানে ‘আইএমপি’ মুজাহিদদের ৪টি পৃথক অভিযান