ইউনিয়ন পরিষদে টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা

0
22

রংপুরের কাউনিয়া উপজেলায় টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা। টাকার বিনিময়ে ভিজিএফ-ভিজিডি কার্ড, বয়স্ক, বিধবা ‘ভাতার কার্ড’ করে দেওয়াসহ নানা স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে উপজেলার বালাপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) এসএম আমিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে।

অভিযোগ আছে, উপকারভোগী কার্ড করার জন্য কখনো প্রাপ্ত ভাতার সমুদয় টাকা, কখনো অগ্রিম, কখনো বা ভাতার টাকার একটি অংশ নেয় ইউপি সদস্য পলাশ। আবার, টাকা দেওয়ার বিষয়টি প্রকাশ করলে হেনস্তার শিকার কিংবা কার্ড বাতিলের হুমকিও দেয় সে। এছাড়াও নিজের পরিবারের ও আত্মীয়স্বজনের নামে টিসিবি, মাতৃকালীন ভাতা ও (ভিডব্লিউবি) কার্ডসহ নানা রকম সরকারি সুবিধা ভোগ করে পলাশ।

এ নিয়ে আফরোজা নামে একজন ভুক্তভোগী ইউপি সদস্য এসএম আমিরুল ইসলাম পলাশের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছে। অভিযোগের প্রায় এক মাস হলেও এখনও মেলেনি কোনো প্রতিকার।

লিখিত অভিযোগে জানা যায়, উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাসিন্দা হতদরিদ্র রিকশাচালক সোহেল মিয়া সারাদিন রিকশা চালিয়ে যা উপার্জন করে সেটা দিয়ে চার জনের সংসারে নুন আন্তে পান্তা ফুরায় অবস্থা। এই অভাব অনটনের জন্য রিকশাচালক সোহেল মিয়ার স্ত্রী আফরোজা বেগম বালাপাড়া ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) এসএম আমিরুল ইসলাম পলাশের কাছে ভিজিডি কার্ড এর জন্য অনুরোধ করে। তখন মেম্বার পলাশ ভিজিডি কার্ডের জন্য আফরোজা বেগমের কাছে ৭ হাজার টাকা দাবি করে। ৭ হাজার টাকা দিলে দ্রুত ভিজিডি কার্ড করে দিবে বলে জানায় সে। অভাব অনটনের সংসারে এতো টাকা দিতে পারবে না বলে জানায় আফরোজা বেগম। পরে মেম্বার ৫ হাজার টাকায় রাজি হয় এবং নগদ ৩ হাজার টাকা গ্রহণ করে। বাকী ২ হাজার টাকা কার্ড দিলে পরিশোধ করবেন- বলে জানায় আফরোজা বেগম। কয়েকমাস ধরে কার্ড দেওয়ার কথা বলে টালবাহনা করে মেম্বার পলাশ। কার্ডের চাপ দিলে গত ৭ জুলাই মেম্বার ৩ হাজার টাকা ফিরত দিয়ে বলে, কার্ড হয়নি। কার্ড না হওয়ার বিষয়ে জানতে চাইলে পলাশ মেম্বার আফরোজা বেগমকে ভয় ভীতি ও হুমকি প্রদর্শন করে বলেন, এবিষয়ে কাউকে কিছু বললে তার এবং সন্তানের সমস্যা হবে।


তথ্যসূত্র:
১. টাকা ছাড়া মিলে না ভিজিএফ-ভিজিডি কার্ডসহ সরকারি সেবা
– https://tinyurl.com/4ccpjv79

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধটানা ভারী বর্ষণে বিপদসীমার কাছাকাছি কাপ্তাই লেকের পানি
পরবর্তী নিবন্ধস্কুলের দেওয়াল থেকে শেখ মুজিবের ছবি নামাতে অস্বীকৃতি প্রধান শিক্ষিকার; ক্ষুব্ধ এলাকাবাসী