
দৃষ্টি ও শ্রবণ প্রতিবন্ধীদের জন্য শিক্ষা সুবিধা জোরদার করতে গত ৩ আগস্ট আফগানিস্তানের রাজধানী কাবুলে এক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রতিবন্ধী শিক্ষার্থীদের কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণে অন্তর্ভুক্ত করানোর বিষয়ে ব্যাপকভাবে আলোচনা হয়েছে।
অনুষ্ঠানটির আয়োজক হল অন্ধ ও বধিরদের জন্য নিয়োজিত আফগান জাতীয় সংস্থা। উক্ত শিক্ষা কার্যক্রমকে কার্যকর করে তুলতে অনুষ্ঠানে সরকারি ও বিভিন্ন সংস্থার স্টেকহোল্ডারদের একত্রিত করা হয়।
বর্তমানে আফগানিস্তানের ১৮টি প্রদেশের ২০টি বৃত্তিমূলক স্কুলে ৩ হাজারেরও বেশি অন্ধ ও বধির শিক্ষার্থী ভর্তি রয়েছে। তারা ইসলামিক স্টাডিজ, আইনশাস্ত্র, অঙ্কন, সেলাই, ক্যালিগ্রাফি, নদীর গভীরতা নির্ণয় এবং গ্রাফিক ডিজাইনের মতো বিষয়সমূহে প্রশিক্ষণ গ্রহণ করছে।
অনুষ্ঠানের বক্তব্যে অন্ধ ও বধির নাগরিকদের ‘আফগান সমাজের গুরুত্বপূর্ণ অংশ’ হিসেবে বর্ণনা করেছেন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অধিদপ্তরের একটি বিভাগের প্রধান মৌলভী মোবাশ্বের আগা হাফিযাহুল্লাহ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিভা লালন ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণে তিনি অধিদপ্তরের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন।
প্রতিবন্ধী ব্যক্তিগণ দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলোর মুখোমুখি হন সে সম্পর্কে বক্তব্য রাখেন শিক্ষাবিদ জনাব মুহাম্মদ ফায়াজ। প্রতিবন্ধীদের চলমান সহায়তা কার্যক্রমের জন্য তিনি ইমারতে ইসলামিয়ার প্রযুক্তিগত ও বৃত্তিমূলক শিক্ষা অধিদপ্তরের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য বৃত্তি, কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ এবং অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানোর প্রস্তাব উপস্থাপন করা হয়।
অনুষ্ঠানের শেষে অন্ধ ও বধির শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থী ও প্রশিক্ষকদের মধ্যে প্রশংসা পত্র ও পুরষ্কার প্রদান করা হয়।
তথ্যসূত্র:
1. National Institutions Push for Greater Support in Inclusive Technical Education
– https://tinyurl.com/4ua7ezac


