আল-আকসা দখলের হুমকি ইহুদিবাদী দখলদার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীর

0
89

মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থান আল-আকসা মসজিদ আবারও ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের আগ্রাসী হুমকির মুখে। পশ্চিম তীর এবং পুরো জেরুজালেমের উপর পূর্ণ দখলদারিত্ব আরোপের ঘোষণা দিয়েছে দখলদার ইসরায়েলের সন্ত্রাসী প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। দীর্ঘদিন ধরে চলমান ইসলামী ঐতিহ্য ও আন্তর্জাতিক চুক্তিগুলোকে পাশ কাটিয়ে এই ঘৃণ্য পদক্ষেপ বিশ্ব মুসলিম উম্মাহ ও মানবাধিকার সংস্থাগুলোর জন্য এক চরম উদ্বেগের বার্তা বহন করছে।

৩ আগস্ট, রবিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে ইসরায়েল কাটজ দাবি করে, ‘তিসা বা’আভের দিন, দ্বিতীয় টেম্পল ধ্বংসের দুই হাজার বছর পর, পশ্চিম দেওয়াল এবং টেম্পল মাউন্ট (আল-আকসা) আবারও ইসরায়েলের পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে এসেছে।’

সে ওই পোস্টে আরও দাবি করে, ‘ইসরায়েলকে ঘৃণাকারীরা আমাদের বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া এবং বিক্ষোভ অব্যাহত রেখেছে এবং আমরা জেরুজালেম, পশ্চিম দেওয়াল এবং আল-আকসা মসজিদে আমাদের পূর্ণ নিয়ন্ত্রণ আরও শক্তিশালী করে যাব।’

এর আগে, ৩ আগস্ট, রবিবার আল-আকসা প্রাঙ্গনে প্রার্থনা করে বিতর্ক উস্কে দেয় ইসরায়েলের আরেক সন্ত্রাসী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে সৌদি আরবসহ কয়েকটি মুসলিম দেশ। রয়টার্স জানিয়েছে, আল-আকসা পরিদর্শনের সময় বেন গাভিরের সঙ্গে অন্তত এক হাজার ৫০ জন ইহুদি ছিল।

এই ঘোষণার মধ্য দিয়ে আল-আকসা প্রাঙ্গণের ঐতিহাসিক ‘স্থিতাবস্থা’ ব্যবস্থার লঙ্ঘনের সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দীর্ঘদিন ধরে জর্ডান সরকারের তত্ত্বাবধানে পরিচালিত আল-আকসায় ইহুদিদের প্রবেশাধিকার থাকলেও, তাদের প্রার্থনা করা নিষিদ্ধ। এই চুক্তির প্রতি অবজ্ঞা করে সম্প্রতি ৩ আগস্ট রবিবার, দখলদার ইসরায়েলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির আল-আকসা প্রাঙ্গণে প্রবেশ করে প্রার্থনা করে।

আল-আকসা মসজিদের ওপর ইহুদিবাদী সন্ত্রাসীদের এই নতুন আগ্রাসন কেবল একটি ভূখণ্ড দখলের প্রচেষ্টা নয়, এটি বিশ্ব মুসলিম সমাজের ধর্মীয় অস্তিত্ব ও অনুভূতির ওপর সরাসরি হামলা। দখলদার ইসরায়েলের এ ধরণের উস্কানিমূলক কর্মকাণ্ড প্রমাণ করে যে, পশ্চিমা পৃষ্ঠপোষকতায় পরিচালিত এই অবৈধ রাষ্ট্রটি শান্তি ও সহাবস্থানের ন্যূনতম নীতিও মানতে প্রস্তুত নয়।


তথ্যসূত্র:
1. Israel minister who led prayers at a controversial holy site has a record of provocative actions
– https://tinyurl.com/3sd38898
2. Far-right Israeli minister prays at Jerusalem’s most sensitive holy site, breaching decades-old agreement
– https://tinyurl.com/mryk95uf

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধঅন্ধ ও বধিরদের জন্য টেকনিক্যাল ও বৃত্তিমূলক শিক্ষা জোরদার করতে কাবুলে সভা অনুষ্ঠিত
পরবর্তী নিবন্ধমুসলিম সন্দেহে হিন্দু মালিকের বেকারি পুড়িয়ে দিল উগ্র হিন্দুত্ববাদীরা