
ইমারতে ইসলামিয়া আফগানিস্তানে ১৪৪৬ হিজরি সনের হজ্বে সরকারিভাবে সর্বমোট ৮১৬ কোটি আফগানির অধিক খরচ হয়েছে। কিন্তু হাজীদের নিকট থেকে ১১ কোটি ৫০ লক্ষ আফগানির কিছু বেশি অর্থ অতিরিক্ত সংগ্রহ করা হয়েছিল। তাই এই অতিরিক্ত বেঁচে যাওয়া অর্থ হাজীদের কাছে ফেরত দেয়ার ঘোষণা দিয়েছে ইমারতে ইসলামিয়ার হজ্ব বিষয়ক মন্ত্রণালয়।
সেই হিসেবে, প্রত্যেক হাজী ৪ হাজার আফগানি করে ফেরত পাবেন বলে জানিয়েছেন মন্ত্রী নূর মুহাম্মদ সাকিব হাফিযাহুল্লাহ। ফেরতকৃত অর্থ সংগ্রহের জন্য হজ্ব মন্ত্রণালয়ের প্রাদেশিক অফিসে যোগাযোগ করতে তিনি হাজীদের প্রতি আহ্বান জানিয়েছেন।
তথ্যসূত্র:
1. https://tinyurl.com/yc29963h


