
নেত্রকোনার বারহাট্টায় মসজিদের টাকা আত্মসাৎ ও সড়কের খোয়া লুটের অভিযোগে নুরুল ইসলাম টিপন মিয়া (৫০) নামের ইউনিয়ন বিএনপির এক নেতাকে শোকজ করা হয়েছে।
টিপন মিয়া উপজেলার সিংধা ইউনিয়ন বিএনপির মুক্তিযুদ্ধবিষয়ক সহসম্পাদক।
বুধবার (০৬ আগস্ট) এই ঘটনা ঘটেছে।
এলাকাবাসীরা গণমাধ্যমকে জানিয়েছেন, গত বছরের ৫ আগস্টের পর টিপন মিয়া দলীয় প্রভাব খাটিয়ে গ্রামের মাঝপাড়া জামে মসজিদের সভাপতির পদ দখল করে। তারপর মসজিদের দান-অনুদানের টাকা-পয়সা আত্মসাৎ করে। নিজের ছোট ভাইয়ের ১৪০ শতক জমি জোর করে দখল করে চাঁদা দাবি করে আসছে।
সম্প্রতি গ্রামের নির্মাণাধীন পাকা সড়ক থেকে কয়েক গাড়ি ইটের খোয়া লুট করে টিপন মিয়া। এ ছাড়া দলীয় প্রভাব ব্যবহার করে এলাকার মানুষকে নানাভাবে হয়রানি করে আসছে। এসব বিষয়ে ভুক্তভোগীরা মিলে উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর অভিযোগ করেন। পরে টিপন মিয়াকে শোকজ করা হয়।
তথ্যসূ্ত্র:
১. মসজিদের টাকা আত্মসাৎ, বিএনপি নেতাকে শোকজ
– https://tinyurl.com/mwhacvuh


