মাদকাসক্তি থেকে সেরে উঠা নাগরিকদের কারিগরী প্রশিক্ষণ দিবে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান

0
12

মাদকাসক্তি থেকে সেরে উঠা নাগরিকদের সামাজিক পুনর্বাসনে সহায়তা করতে কারিগরী প্রশিক্ষণ দিতে যাচ্ছে ইমারতে ইসলামিয়া আফগানিস্তান।

গত ৬ আগস্ট বাখতার নিউজের এক প্রতিবেদনে জানানো হয়, মাদকাসক্তি থেকে সুস্থ হয়ে ওঠা নাগরিকদেরকে সামাজিকভাবে পুনর্বাসনের লক্ষ্যে কারিগরি প্রশিক্ষণ কর্মসূচি শুরু করতে যাচ্ছে বালখ ও হেরাত প্রদেশের সরকার। মাদকাসক্তি থেকে মুক্ত ব্যক্তিদের স্বনির্ভর করে তোলার সরকারি উদ্যোগের অংশ হিসেবে তাদের বিভিন্ন মেয়াদে পেশাভিত্তিক প্রশিক্ষণ প্রদান করা হবে।

প্রাদেশিক কর্তৃপক্ষ প্রশিক্ষণের জন্য ইতিমধ্যে ১,০০০ জনের নাম নিবন্ধন করেছে। তন্মধ্যে বালখ প্রদেশে ৫০০ জনকে ৬ মাসব্যাপী কারিগরী প্রশিক্ষণ দেওয়া হবে, যার মধ্যে ইলেকট্রিক যন্ত্রপাতি মেরামত, সেলাই, নির্মাণ কাজ, বেকারি ও জুতার কাজ অন্তর্ভুক্ত রয়েছে।

কর্তৃপক্ষ বলছে, এই প্রশিক্ষণের মূল লক্ষ্য হলো, মাদকাসক্তি থেকে নিরাময় পাওয়া ব্যক্তিদের বৈধ উপার্জনের পথ দেখানো এবং বিকল্প জীবিকা প্রদান করে তাদের মাদকাসক্তিতে ফিরে যাওয়া রোধ করা।

একই ধরনের আরও একটি কারিগরী প্রকল্প হেরাতেও শুরু হচ্ছে। স্থানীয় কর্মকর্তারা জানান, এই কার্যক্রম প্রাক্তন মাদকাসক্তদের অর্থনৈতিক ও মানসিক ভাবে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

হেরাত স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, গত তিন বছরে ৩০ হাজার মাদক ব্যবহারকারীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। নিরাময় শেষে তাদেরকে তাদের পরিবারে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছে।


তথ্যসূত্র:
1. Training Programs Launched for 1,000 Recovered Drug Addicts
– https://tinyurl.com/y7f8szy4

মন্তব্য করুন

দয়া করে আপনার মন্তব্য করুন!
দয়া করে এখানে আপনার নাম লিখুন

পূর্ববর্তী নিবন্ধভিডিও || কাশ্মীরে থানায় পুলিশের নির্যাতনে মুসলিম যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধবিএনপির বিজয় র‍্যালিতে আ.লীগের সক্রিয় কর্মী